বুধবার, ০৭ অক্টোবর, ২০১৫, ০৩:৪১:৪৮

ঘুম থেকে উঠে ছোট্ট এই দোয়াটি নিয়মিত পাঠ করুন

ঘুম থেকে উঠে ছোট্ট এই দোয়াটি নিয়মিত পাঠ করুন

ইসলাম ডেস্ক: ঘুম হলো আল্লাহ তা’য়ালার নিয়ামত। সারাদিনের পরিশ্রমের পর রাতের একটু প্রশান্তির ঘুম সব ক্লান্তিই যেন দূর করে দেয়। ঘুম প্রসঙ্গে মহান আল্লাহ তায়ালা পবিত্র কোরআনে বলেছেন,`তোমাদের ঘুম বা নিদ্রাকে করেছি ক্লান্তি দূরকারী। রাত্রিকে করেছি আবরণ। দিনকে করেছি জীবিকা অর্জনের সময়।` (সুরা আন-নাবা; আয়াত -৯, ১০ ও ১১)

ঘুমের মাধ্যমে মানুষের প্রশান্তি লাভের পর ঘুম থেকে উঠার সময় মানুষকে আল্লাহর শোকরিয়া আদায় করার কথা বলেছেন-

হাদীস শরীফে এসেছে-
আলহামদুলিল্লাহিল্লাজি আহইয়ানা বা’দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। (সহিহ বুখারী)
হযরত হুযাইফা (রা.) বর্ণনা করেন, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন তিনি জাগ্রত হতেন তখন বলতেন, সমস্ত প্রশংসাই আল্লাহর জন্য। যিনি আমাদেরকে মারার পর জীবিত করেছেন। আর তাঁর দিকেই আমাদের ফিরে যেতে হবে। (সহিহ বুখারী, রিয়াদুস সালেহীন-৮১৭)।

অতঃপর কালিমাতুশ শাহাদাত পড়বে-
আশহাদুআল্লাইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসুলুহু।

আমাদের সকল ভালো কর্মের প্রশংসা করবো এবং সকল প্রকার মন্দ কর্মের জন্য আল্লাহর দরবারে সব সময় ফানাহ চাইবো।
আল্লাহ আমাদের সঠিক পথে পরিচালিত করে আল্লাহর নৈকট্য অর্জনের যোগ্যতা দান করুন। আমীন ছুম্মা আমীন।
৭ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে