বুধবার, ০৭ অক্টোবর, ২০১৫, ০৫:৩৭:০৮

এক গরিব মুসলিমের জানাযা ও দাফনের সময় রাসুল (সা.) যা করেছিলেন

এক গরিব মুসলিমের জানাযা ও দাফনের সময় রাসুল (সা.) যা করেছিলেন

ইসলাম ডেস্ক: আবদুল্লাহ ইবনে মাসউদ [রা.] হতে বর্ণিত একটি হাদিসে পাওয়া যায়, তাবুক যুদ্ধের সময়কালে আবদুল্লাহ জুল বিজাদাইন [রা.] ইনতিকাল করেন। ইসলাম গ্রহণের জন্য তার ছিলো আন্তরিক চেষ্টা ও আগ্রহ। কিন্তু তার সম্প্রদায় তার ইসলাম গ্রহণের পথে বাধা সৃষ্টি করতো এবং নানাভাবে তার ওপর নির্যাতন-নিপীড়ন চালাতো। শেষ পর্যন্ত তারা তাকে একটি মোটা খদ্দরবস্ত্র পরিয়ে ছেড়ে দেয়। লজ্জা নিবারণের মত এছাড়া তার নিকট আর কোন কাপড় ছিলো না। তিনি পালিয়ে রাসুলের স. সমীপে এসে হাজির হন।

এ সময় সেই কাপড়খ-টুকু কেটে গিয়েছিলো এবং দু’টুকরো হয়ে গিয়েছিলো। তিনি এক টুকরো দিয়ে লুঙ্গি বানালেন, আর এক টুকরো দিয়ে চাদর বানিয়ে শরীর ঢাকার ব্যবস্থা করলেন এবং এই অবস্থায় রাসুলে (সা.) সমীপে উপস্থিত হলেন। সেদিন থেকেই তার উপাধি হয় জুল বিজাদাইন।

তবুকে তার ইনতিকাল হলে রাসুল (সা.), হজরত আবু বকর ও হজরত ওমর [রা.] রাতের অন্ধকারে তার জানাযায় অংশগ্রহণ করেন। এ সময় তাদের কারো হাতে ছিলো আলোর মশাল, যার আলোয় সবাই পথ চলছিলেন। কবর তৈরী ছিলো। আল্লাহর রাসুল (সা.) স্বয়ং কবরে নামলেন।

হজরত আবু বকর ও হজরত ওমর [রা.] লাশ নামাতে গেলে তিনি বললেন, তোমাদের ভাইকে আরও নীচে আমার কাছাকাছি করে দাও। উভয়ে লাশ ধরাধরি করে নীচে নামিয়ে দিলে তিনি তাকে কবরে শুইয়ে দিলেন এবং বললেন- হে আল্লাহ, আমি তার ওপর সন্তুষ্ট, তুমিও তার ওপর সন্তুষ্ট হয়ে যাও।
তখন আশে পাশের মুসলিম ভাইয়েরা বলেছিলেন, আহা এই কবরের বাসিন্দা যদি আমি হতে পারতাম!(নবিয়ে রহমত)
৭ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে