বুধবার, ০৭ অক্টোবর, ২০১৫, ০৬:১৩:৫৭

হালাল রিজিক লাভের দোয়া!

হালাল রিজিক লাভের দোয়া!

ইসলাম ডেস্ক: ইসলাম ধর্মে হালাল খাদ্য খাওয়ার ব্যাপারে কড়া নির্দেশ আছে। তবে রিজিকের মালিক যেহেতু আল্লাহ তিনি কখন, কোথায় কার বাসায় কিংবা কোনস্থানে আপনার রিজিক লিখে রেখেছেন সেটা একমাত্র তিনিই জানেন। ধরুণ কোন এক প্রয়োজনে দুপুরে আপনি এক বাসায় গিয়েছেন। যাওয়ার পর আপনাকে খাওয়া ছাড়া আসতেই দিলো না। আপনি বাধ্য হয়ে খেয়ে আসলেন। কিন্তু আপনি কখনো ভেবেছেন কি, আপনি যে খাবারটি খেয়ে আসলেন, সেটা বৈধ টাকা দিয়ে কেনা তো?? মূলত এ কারণেই আল্লাহ রাব্বুল আল-আমিনের কাছে হালাল রিজিকের জন্য দোয়া করা আমাদের প্রত্যেকের জন্য জরুরি একটি আমল্

হযরত উম্মে সালামা (রা.) বলেন, আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের সালাম ফেরানোর সঙ্গে সঙ্গেই নিয়মিত এ দোয়াটি পড়তেন। [ইবনে মাজাহ-৯২৫ নাসায়ি সুনানে কুবরা-৯৯৩০]

ফজিলত : হজরত উম্মে সালামা [রা.] বলেন, আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের সালাম ফেরানোর সঙ্গে সঙ্গেই নিয়মিত এ দোয়াটি পড়তেন। [ইবনে মাজাহ-৯২৫ নাসায়ি সুনানে কুবরা-৯৯৩০]

ফযরের নামাজের সালাম ফিরানোর পর একবার

আরবি দোআ
اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ عِلْمًا نَافِعًا وَرِزْقًا طَيِّبًا وَعَمَلًا مُتَقَبَّلًا.

বাংলা উচ্চারণ : আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ইলমান নাফিয়ান ও রিজকান তাইয়্যেবাহ ওয়া আমালান মুতাকাববিলা।

বাংলা অর্থ : হে আল্লাহ! আমি তোমার কাছে এমন ইলম চাই যা আমার জন্য উপকারী। এমন রিজিক চাই যা আমার জন্য পবিত্র ও হালাল। এবং এমন আমলের তাউফীক চাচ্ছি যা তোমার দরবারে কবূল হবে।
৭ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে