রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৫, ০৬:১৩:০২

জাহান্নামের আগুন ও অন্ধকার

জাহান্নামের আগুন ও অন্ধকার

নিউজ ডেস্ক : রাসূলুল্লাহ (স.) ইরশাদ করেন : এক হাজার বছর জাহান্নামকে উত্তাপ দেয়া হয়েছে। ফলে তার আগুন রক্তিম বর্ণ ধারণ করছে। অতপর পুনরায় এক হাজার বছর উত্তাপ দেয়ার ফলে এটি সাদা রং পরিগ্রহ করেছে। অতপর আরও এক হাজার বছর উত্তাপ দেয়ার ফলে এর আগুন কৃষ্ণবর্ণ হয়ে গেছে। সুতরাং জাহান্নাম এখন সম্পূর্ণরূপে গাঢ় কালো তমসাচ্ছন্ন। (তিরমিযী)

অন্য এক রিওয়ায়েতে ‘অন্ধকার রাতের ন্যায় তমসাচ্ছন্ন’ বলা হয়েছে। অপর এক বর্ণনায় আছে যে, এ কারণে অগ্নিশিখা থেকে আলো বিচ্ছুরিত হয় না। অর্থাৎ সেখানে সার্বক্ষণিক অন্ধকার বিরাজ করছে। (তারগীব)

বুখারী ও মুসলিম শরীফের একটি বর্ণনায় আছে, রাসূলে করীম (স.) ইরশাদ করেন : তোমাদের ব্যবহৃত এ আগুন জাহান্নামের আগুনের সত্তর ভাগের এক ভাগ। সাহাবায়ে কিরাম (র.) আরজ করলেন : দহনের জন্য তো এ আগুনই যথেষ্ট। তিনি ইরশাদ করলেন : হ্যাঁ, এতদসত্ত্বেও পৃথিবীর আগুনের চাইতে জাহান্নামের আগুন ঊনসত্তর গুন শক্তিশালী। ওই এক রিওয়ায়েতে আছে, জাহান্নামীরা যদি পৃথিবীর আগুনে আসত তাহলে তাদের (সুখ) নিদ্রা এসে যেতো। (তারগীব) কেননা, জাহান্নামের আগুনের তুলনায় পৃথিবীর আগুন ঠাণ্ড ছাড়া কিছু নয়। কাজেই জাহান্নামের মুকাবিলায় এতে আরামই অনুভূত হবে।

রাসূলে করীম (স.) ইরশাদ করেন : জাহান্নামের মধ্যে সেই ব্যক্তির শাস্তি সর্বাপেক্ষা হালকা যার পাদুকাদ্বয় ও জুতার ফিতা হবে আগুনের তৈরি, যার কারণে হাঁড়ির ন্যায় তার মস্তিষ্ক ফুটতে থাকবে এবং সে মনে করবে যে, তার শাস্তিই সর্বাপেক্ষা কঠিন। অথচ তার আযাবই সর্বাপেক্ষা হালকা। (বুখারী মুসলিম)

মুসলিম শরীফের এক বর্ণনায় আছে, রাসূলুল্লাহ্ (স.) ইরশাদ করেন : কিয়ামত দিবসে পৃথিবীতে সর্বাপেক্ষা অধিক ভোগ-বিলাস ও আরাম উপভোগকারী জাহান্নামীকে পাকড়াও করে কেবলমাত্র একবার জাহান্নামের মধ্যে চুবানো হবে এবং জিজ্ঞেস করা হবে, ‘হে আদম সন্তান, তুমি কি কখনো আরামপ্রদ সামগ্রী দেখেছ? তুমি কি কখনো শাস্তি উপভোগ করেছ? তখন সে বলবে, ‘আল্লাহর শপথ, হে আমার প্রতিপালক, কখনও না, আমি কখনো আরামের ক্ষীণরশ্মিও দেখিনি। অতপর তিনি বলেন : কিয়ামতের দিন পৃথিবীর সর্বাপেক্ষা অধিক দুর্দশাগ্রস্ত এক জান্নাতীকে ধরে এনে জান্নাতে বিচরণ করানোর পর তাকে জিজ্ঞেস করা হবে, ‘হে আদম সন্তান, তুমি কি কখনো দুঃখ-কষ্ট দেখেছ? তোমার ওপর কখনো কঠিন বিপদ এসেছিল? সে বলবে, ‘আল্লাহর কসম, হে আমার প্রতিপালক, আমার ওপর কখনো মুসিবত আসেনি, আমি কখনো মুসিবত দেখেনি।
১৬.০৯.২০১৩/এমটিনিউজ২৪/এমআর/আর/

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে