ইসলাম ডেস্ক: আমরা সবাই যদি মহান আল্লাহর সেই রহমতের ছায়ায় তলে যেতে পারতাম। তাহলে কতই না ভাল হতো, তাই না? আল্লাহ তায়ালা তার এমন এক ধরণের বান্দাদের জন্য জান্নাতের ভেতর গৃহ নির্মাণের নিদের্শে দেন। কোন ধরণের বান্দার জন্য দয়াময় সৃষ্টিকর্তা এমন নির্দেশ দিবেন নিশ্চয় আপনাদের জানতে ইচ্ছে করছে? চলুন তাহলে এখনই জেনে নিই-
আরবি হাদিস
وَعَنْ أَبي مُوسَى رضي الله عنه: أَنَّ رَسُولَ اللهِ ﷺ، قَالَ: « إِذَا مَاتَ وَلَدُ العَبْدِ، قَالَ اللهُ تَعَالَى لِمَلائِكَتِهِ: قَبَضْتُمْ وَلَدَ عَبْدِي ؟ فَيَقُولُونَ: نَعَمْ . فَيَقُولُ: قَبَضْتُمْ ثَمَرَة فُؤَادِهِ ؟ فَيَقُولُونَ: نَعَمْ . فَيَقُولُ: مَاذَا قَالَ عَبْدِي ؟ فَيَقُولُونَ: حَمِدَكَ وَاسْتَرْجَعَ . فَيَقُولُ اللهُ تَعَالَى: ابْنُوا لِعَبْدِي بَيْتاً فِي الجَنَّةِ، وَسَمُّوهُ بَيْتَ الحَمْدِ ». رواه الترمذي، وَقَالَ: «حديث حسن »
বাংলা হাদিস
আবূ মূসা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোন বান্দার সন্তান মারা যায় আল্লাহ ফিরিশ্তাদেরকে বলেন, তোমরা আমার বান্দার সন্তানের প্রাণ নিয়েছ?’ তাঁরা বলেন, হ্যাঁ।’ অতঃপর আল্লাহ বলেন, তোমরা তার অন্তরের ফল কেড়ে নিয়েছ?’ তাঁরা বলেন, হ্যাঁ।’ তারপর তিনি বলেন, আমার বান্দা কী বলেছে?’ তাঁরা উত্তরে বলেন, সে তোমার প্রশংসা করেছে এবং ইন্না লিল্লা-হি অইন্না ইলাইহি রা-জিঊন’’ পড়েছে।’ আল্লাহ তাআলা বলেন, তোমরা আমার বান্দার জন্য জান্নাতে একটি গৃহ নির্মাণ কর এবং তার নাম রাখ---প্রসংশা-গৃহ।’ [তিরমিযি ১০২১, আহমদ ১৯২২৬]