শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪, ০৮:৫০:৪৩

সত্য হলো আজহারীকে নিয়ে করা মাওলানা লুৎফর রহমানের ভবিষ্যতবাণী!

সত্য হলো আজহারীকে নিয়ে করা মাওলানা লুৎফর রহমানের ভবিষ্যতবাণী!

এমটিনিউজ২৪ ডেস্ক : বিজয়ীর বেশে দেশে ফিরবেন মিজানুর রহমান আজহারী এমন কথাই বলেছিলেন প্রয়াত আলেমে দীন মাওলানা লুৎফর রহমান। তার এ ভবিষ্যতবাণী ৪ বছর পর ঠিকই বিজয়ীর বেশে দেশে ফিরলেন ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারী। কিন্তু তার এই প্রত্যাবর্তন দেখে যেতে পারলেন না প্রয়াত মাওলানা লুৎফর রহমান।

দেশে ফিরেই শুক্রবার (২৭ ডিসেম্বর) কক্সবাজারের পেকুয়া উপজেলার ঐতিহাসিক পুরাতন গুলদি ময়দানে আয়োজিত এক মাহফিলে বক্তব্য রাখেন তিনি। জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের পর এই প্রথম ঢাকার বাইরে মাহফিল হওয়ায় দূর-দূরান্ত থেকে পেকুয়ার ওয়াজ মাহফিলে লাখ লাখ ধর্মপ্রাণ মানুষের জমায়েত হয়েছে।

এর আগে, ২০২০ সালের জানুয়ারিতে হঠাৎ করেই সব মাহফিল স্থগিত করে দেশ ছাড়েন আজহারী। ২০২০ সালে আজহারী দেশ ছাড়ার কারণ স্পষ্ট ছিল না। যদিও সেই সময় তিনি বলেছেন গবেষণার কাজে মালেশিয়া ফিরে যাচ্ছেন। তবে দেশের বিভিন্ন গণমাধ্যমে উঠে আসে ভিন্ন তথ্য। 

বিভিন্ন সূত্র থেকে দাবি করা হয়, আজহারীর এক মাহফিলে ১২ ভারতীয় নাগরিক ধর্মান্তরিত হয়। আর এ নিয়েই তৎকালীন আওয়ামী লীগ সরকার ও ভারত সরকারের চাপেই দেশ ছাড়তে বাধ্য হন তিনি।

ইসলামী বক্তা ও ধর্ম প্রচারক ও লেখক মিজানুর রহমান আজহারী আল-আজহার বিশ্ববিদ্যালয়ে বৃত্তি পান। মিসরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার কারণে তার নামের সাথে ‘আজহারী’ উপাধি যুক্ত হয়েছে।

দেশের মানুষ তার এ প্রত্যাবর্তনে অত্যন্ত আনন্দিত, তাকে ঘিরে নতুন করে আশা দেখছে। মাওলানা মিজানুর রহমান আজাহারীর এই সফর দেশের ইসলামিক দাওয়াহ ও তাফসির চর্চায় নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন তার ভক্ত ও অনুসারীরা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে