শনিবার, ১৬ এপ্রিল, ২০১৬, ১২:৫৫:৪৩

হালাল সুস্পষ্ট, হারামও সুস্পষ্ট তবে উভয়ের মাঝে অস্পষ্ট বিষয় রয়েছে

হালাল সুস্পষ্ট, হারামও সুস্পষ্ট তবে উভয়ের মাঝে অস্পষ্ট বিষয় রয়েছে

ইসলাম ডেস্ক: হালাল সুস্পষ্ট, হারামও সুস্পষ্ট তবে উভয়ের মাঝে অস্পষ্ট বিষয় রয়েছে । মুহাম্মদ ইবন মুসান্না, আলী ইবনে আবদুল্লাহ, আবদুল্লাহ ইবনে মুহাম্মদ ও মুহাম্মদ ইবনে কাসীর রহ…..নুমান ইবনে বাশীর রা. থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন : হালাল সুস্পষ্ট, হারামও সুস্পষ্ট, উভয়ের মাঝে অস্পষ্ট বিষয় রয়েছে। যে ব্যক্তি গুনাহের সন্দেহযুক্ত কাজ পরিত্যাগ করে, সে ব্যক্তি যে বিষয়ে গুনাহ হওয়া সুস্পষ্ট, সে বিষয়ে অধিকতর পরিত্যাগকারী হবে। পক্ষান্তরে যে ব্যক্তি গুনাহের সন্দেহযুক্ত কাজ করতে দুঃসাহস করে, সে ব্যক্তির সুস্পষ্ট গুনাহের কাজে পতিত হবার যথেষ্ট আশংকা রয়েছে। গুনাহসমূহ আল্লাহর সংরক্ষিত এলাকা, যে জানোয়ার সংরক্ষিত এলাকার চার পাশে চরতে থাকে, তার ঐ সংরক্ষিত এলাকায় প্রবেশ করার সম্ভবনা রয়েছে।

১৬ এপ্রিল,২০১৬/এমটিনিউজ২৪.কম/তারিক/টি কে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে