ইসলাম ডেস্ক: প্রায় ১ হাজার কোটি টাকা ব্যয়ে স্বর্ণ খচিত একটি মসজিদ উদ্বোধন করা হয়েছে। রাশিয়ার রাজধানী মস্কোয় নতুন এই মসজিদের উদ্বোধন করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার তুর্কি ও ফিলিস্তিনি শীর্ষ নেতাদের সঙ্গে তিনি এ উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন।
রাশিয়ায় ঈদুল আজহা উদযাপনের একদিন আগে নতুন প্রধান এ মসজিদটি উদ্বোধন করা হলো। মসজিদটি নির্মাণ করতে ব্যয় হয়েছে প্রায় ১ হাজার কোটি টাকা। আর এ অর্থের পুরোটাই এসেছে ব্যক্তিগত অনুদান থেকে। মস্কোয় ২০১১ সালে ধংস হয়ে যাওয়া শত বর্ষের পুরোনো মসজিদটির স্থানেই নতুন এ মসজিদটি নির্মাণ করা হয়েছে। এতে একসঙ্গে ১০ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন।
অনুষ্ঠানে পুতিন বলেন, ‘ রাশিয়ার মুসলমান নেতারা সাহসিকতার সঙ্গে চরমপন্থীদের অপপ্রচারের বিরুদ্ধে তাদের ক্ষমতা ব্যবহার করছেন। যে লোকগুলি সত্যিকারের নায়কোচিত কাজ করছেন, তাদের প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করতে চাই।’
রাশিয়াতে জনসংখ্যার দিক থেকে মুসলমানরা দ্বিতীয় বৃহত্তম গোষ্ঠী। দেশটিতে ২ কোটি ৩০ লাখ মুসলমানের বাস। এদের অধিকাংশই বাস করে উত্তর ককেশাশে। তবে রাজধানী মস্কোতে প্রায় ২০ লাখ মুসলমানের বাস। এদের অধিকাংশই এসেছে উত্তর ককেশাশ, আজারবাইজান ও সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত মধ্য এশিয়ার দেশগুলি থেকে।
২৫ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ