ইসলাম ডেস্ক : বয়স তার ১০৫। লাঠিতে ভর দিয়ে চলেন তিনি। স্বপ্ন ছিল হজ পালন করার। ১৫ বছর ধরে তিনি অর্থ সঞ্চয় করছিলেন। কিন্তু বারবারই অর্থ সংকটের কারণে হজে যেতে পারেননি তিনি।
কিন্তু তাতেও হাল ছাড়েননি নূর মোহাম্মাদ আল-হায়াত। অবশেষে জীবনের শেষ প্রান্তে এসে সেই স্বপ্ন পূরণ হলো তার।
পাকিস্তানি হাজী নূর মোহাম্মাদ আল-হায়াত সংবাদমাধ্যমকে বলেন, আমি হজ করতে বার বারই ব্যর্থ হয়েছি কিন্তু হতাশ হয়নি। ১৫ বছর ধরে অর্থ সঞ্চয় করছিলাম। শেষ পর্যন্ত স্বপ্ন পূরণে সফল হই।
তিনি বলেন, প্রতিবছর হজের খরচ বাড়তে থাকে। প্রতি বছরই পর্যাপ্ত অর্থ জমানোর চেষ্টা করি। কিন্তু পারিবারিক অবস্থার কারণে হজের অর্থ জমাতে ব্যর্থ হই। আমার বয়স যখন ১০০ পার হয়েছে তখন আমি হজের টাকা জমাতে সক্ষম হই।
নূর মোহাম্মাদ বলেন, আমার বন্ধু-বান্ধব যারা সবাই মারা গেছেন, তারা আমাকে বলেছিল, হজ করা খুব কঠিন। কিন্তু আমি এসে যা দেখলাম, হজ করা এখন অনেক সহজ।
তিনি যতক্ষণ সংবাদমাধ্যম কর্মীর সঙ্গে কথা বলছিলেন ততক্ষণই তার দু’চোখ অশ্রুসিক্ত ছিল, যা শুধু আনন্দের অশ্রু।
২৫ সেপ্টেম্বর/এমটিনিউজ২৪/এমআর/এসএম