ইসলাম ডেস্ক: মহান আল্লাহ তায়ালা এই ধরণীর বুকে সবকিছুই সৃষ্টি করেছেন। কাউকে সুস্থভাবে কাউকে’বা অসুস্থ অবস্থায়। আবার কাউকে ছেলে কিংবা মেয়ে হিসেবে। কিন্তু এই সকল সৃষ্টির মধ্যে একটি বড় অংশ হচ্ছে তৃতীয় লিঙ্গ বা হিজরা। হিজরাদেরও নিশ্চয় আল্লাহ পাক তাঁর ইবাদতের জন্য দুনিয়ায় পাঠিয়েছেন। যদি তাই হয়, তাহলে হিজরারা কেন মসজিদে নামাজ আদায় করতে পারবে না? এই ব্যাখ্যা দিয়েই মসজিদে নামাজ পড়ার অনুমতি পেয়েছে হিজরারা। এখন থেকে গ্রামের সব মসজিদেই নামাজ পড়তে পারবে তারা।
শুক্রবার ভারতের পশ্চিমবঙ্গের কৃষ্ণনগরের চাঁদসড়ক মাঠের ঈদগাহ মসজিদ কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ দিনই পুরনো সংস্কার ভেঙে নমাজের অধিকার পেলো হিজরারা। অবশ্য গ্রামের মসজিদে নারীদের নামাজ পড়ার ছাড়পত্র মিলেছিল আগেই।
জানা গেছে, কৃষ্ণনগরে রায়পাড়া এলাকায় বেশকিছু হিজরার বসবাস। এদের মধ্যে ১৫ জন মুসলিম। তবে মুসলি হওয়া সত্ত্বেও তারা এতোদিন মসজিদে গিয়ে নামাজ পড়তে পারতো না। এমন কি ঈদগাহে গিয়েও তারা ঈদের জামাত আদায় করতে পারতো না।
এ ব্যাপারে মসজিদ কমিটির কাছে কিছুদিন আগে একটি আবেদন করে মুসলিম হিজরারা। সেই আবেদনই নাড়া দিয়েছে কমিটিকে। বৈঠকে বসে মসজিদে নামাজ পড়ার জন্য হিজরাদের অনুমতি দেয়া হয়।
তবে মসজিদ কমিটিও স্বীকার করে নেয় এ সিদ্ধান্ত নেয়া একেবারে সহজ ছিল না তাদের কাছে। অনেকের কাছ থেকেই বাধা আসছিল। পরবর্তীতে বিভিন্ন যুক্তি দিয়ে তাদের শান্ত করা হয়।
এখন থেকে মসজিদে গিয়ে নামাজ পড়ার অনুভূতি নিয়ে এক হিজরা বলেন, ‘বহু বছর ধরে আমরা রায়পাড়ায় থাকি। আমাদের গুরুমাও এখানেই থাকতেন। কিন্তু এর আগে কখনো আমরা কৃষ্ণনগরের কোনো মসজিদে নামাজ পড়ার সুযোগ পাইনি। এবার পেয়ে আমরা অনেক আনন্দিত এবং মসজিদ কমিটির কাছে কৃতজ্ঞ।’
২৬ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ