শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৫, ০৫:১৭:০৯

কি বলছে ইসলাম, অপবিত্র অবস্থায় কারো সাথে মোসাফাহা করা যাবে কি?

কি বলছে ইসলাম, অপবিত্র অবস্থায় কারো সাথে মোসাফাহা করা যাবে কি?

ইসলাম ডেস্ক: মুসলমান ভাইয়ের সাধারণত কোন ব্যক্তিকে সালাম দেয়ার পর তার সাথে হাতে হাত মিলিয়ে মোসাফাহা করে থাকেন। অধিকাংশ সময়েই ওই ব্যক্তি পবিত্র অবস্থায় আছে কিনা তা বুঝার উপায় থাকে না। আবার অনেক সময় নিজে অপবিত্র অবস্থায় থাকাকালীন সময়ে অন্য কোন ব্যক্তি আপনার সাথেও মোসাফাহা করতে পারে। এ বিষয়ে আসলে ইসলাম কি বলছে? চলুন পবিত্র তিরমিজি শরীফের একটি হাদিস থেকে তা স্পষ্ট হই।

ইসহাক ইবনে মানসুর [রহ] হজরত আবু হোরায়রা [রা] থেকে বর্ণ করেন যে, রাসুল [সা]-এর সাথে একবার তা সাক্ষাৎ হলো এমন অবস্থায়, যখন আবু হোরায়রা [রা] অপবিত্র, অর্থাৎ তার ওপর তখন গোসল ফরজ ফরজ ছিলো।

আবু হোরায়রা [রা] বলেন, রাসুলকে [সা] দেখে আমি চুপি চুপি সরে পড়লাম এবং গোসল করার পরে তার কাছে এলাম। রাসুল [সা] জিজ্ঞেস করলেন, কোথায় ছিলে? কই গিয়েছিলে? আমি বললাম, আমি অপবিত্র ছিলাম। রাসুল [সা] বললেন, মুমিন কখনো এমন অপবিত্র হয় না যে, তাকে স্পর্শ করা যাবে না। [তিরমিজি, হাদিস-১২১]
২৬ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে