সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৫, ০৫:০১:৪৬

শয়তানের কুপ্রভাব থেকে ‍নিরাপদে থাকার দোয়া

শয়তানের কুপ্রভাব থেকে ‍নিরাপদে থাকার দোয়া

ইসলাম ডেস্ক: আমরা চলার পথে অনেক সময় বিভিন্ন বাজে কাজে জিড়িয়ে পড়ি। খারাপ কাজে জড়ানোটা মূলত শয়তানের কুপ্রভাবের ফল। তাই শয়তানের কুপ্রভাব থেকে নিরাপদে থাকতে সকাল সন্ধ্যা ছোট্ট একটি দোয়া আমল করুণ। এ সম্পর্কে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) বলেছেন, যদি তুমি এই দোয়াটি সকালে তিন বার পড় তাহলে সন্ধ্যা পর্যন্ত তুমি শয়তান গনক ও জাদুকরের অনিষ্ট থেকে নিরাপদে থাকবে। আর সন্ধ্যায় পড়লে সকাল পর্যন্ত নিরাপদে থাকবে। [ইবনুস্ সুন্নি- ৬৬]

আরবি দোআ : তিনবার পড়বে

أصبحنا وأصبح الملك لله ، والحمد كله لله ، أعوذ بالله الذي يمسك السماء أن تقع على الأرض إلا بإذنه من شر ما خلق وذرأ، ومن شر الشيطان وشركه.

বাংলা উচ্চারণ : আসবাহনা ওয়া আসবাহাল মালিকু আল্লাহ। ওয়াল হামদুল কুল্লুহু লিল্লাহ। আউজু বিল্লাহিল্লাজি ইয়ামসাকুস সামায়া আন তাকায়া আলাল আরদি ইল্লা বিইজনিহি মিন শাররি মা খালাকা ওয়া জারান ওয়া মিন শাররিম শাইতনি ওয়া শিরকিহি।

বাংলা অর্থ : আমরা এবং এ পৃথিবী উভয়েই একমাত্র আল্লাহর জন্যই সকালে উপনীত হয়েছি, এবং সব প্রশংসা একমাত্র আল্লাহরই জন্য। আমি আশ্রয় প্রার্থনা করছি ওই আল্লাহর কাছে যার আদেশেই আসমান জমিনে ভেঙ্গে পড়া থেকে বিরত থাকে, আশ্রয় প্রার্থনা করছি তাঁর কাছে তিনি যা সৃষ্টি করেছেন সেসব জিনিসের অনিষ্ট থেকে। এবং শয়তানের অনিষ্ট থেকে ও তার র্শিক থেকে।
২৮ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে