মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৫, ০৪:১৪:৪৪

আমল করার সময় ৪টি কাজ অবশ্যই করবেন

আমল করার সময় ৪টি কাজ অবশ্যই করবেন

ইসলাম ডেস্ক: মহান আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জনের জন্য ধর্মপ্রাণ মুসলমানেরা আল্লাহ তায়ালার নির্দেষ মোতাবেক বিভিন্ন আমল করে থাকেন। তবে আমল করার সময় কোন মুসলমান ভাই কিংবা বোন যদি ৪টি কাজ না করে, তাহলে তার আমল আল্লাহ তায়ালা কবুল করেন না। আমল কবুল হওয়ার ৪টি শর্ত নিচে তুলে ধরা হলো-

১. জ্ঞান : আপনি যে আমলটি করতে যাচ্ছে সেই আমল বিষয়ে জ্ঞান থাকা আবশ্যক। অর্থাৎ জ্ঞান ছাড়া আমল বিশুদ্ধ হওয়া না। আর ঐ আমলই কবুল হয়, যা সহিহ শুদ্ধ হয়। ওই আমলই সহিহ ও শুদ্ধ হবে, যে আমল সম্পর্কে আপনার জ্ঞান রয়েছে।

২. নিয়্যাত : নিয়্যাত ব্যতিত আমল করলে সে আমল প্রতিদান প্রাপ্তির যোগ্য নয়। এমন অনেক আমল আছে যা নিয়্যাত ছাড়া কবুলই হয় না। এ প্রসঙ্গে হাদিসে এসেছে- اِنَّمَا الْاَعْمَالُ بِالنَّيَّاتِ অর্থাৎ নিশ্চয় সব আমল নির্ভর করে নিয়্যাতের ওপর। (বুখারি)

৩. ধৈর্য : ধৈর্য এবং স্থিরতার সঙ্গে প্রতিটি আমল করতে হবে। নেক আমল করতে গিয়ে বান্দা যে অস্থিরতা সম্মুখীন হয়, তাতে ধৈর্য অবলম্বনের মাধ্যমে আমলে মনোযোগী হওয়া। (১ ও ২নং শর্ত দু`টি আমলের পূর্বেই সম্পন্ন করতে হয়) স্থিরতা এবং ধৈর্য আমল করার সময় অবলম্বন করতে হয়।

৪. ইখলাস তথা একনিষ্ঠতা : ইখলাস ব্যতিত কোনো আমল কবুল হয় না। আমল করার সময় মানুষের একনিষ্ঠতার একান্ত প্রয়োজন। দুনিয়ার সব পেরেশানি থেকে মুক্ত হয়ে শুধু মাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আমল করতে হয়।
২৯ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে