মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৫, ০৫:৪২:৫৬

মৃত্যু ছাড়া সকল প্রকার রোগ থেকে মুক্তি লাভের দোয়া!

মৃত্যু ছাড়া সকল প্রকার রোগ থেকে মুক্তি লাভের দোয়া!

ইসলাম ডেস্ক:  আমরা প্রায় সবাই মাঝে মাঝে কোন না অসুখ বিসুখে পড়ে থাকি। অসুখ হলে ওষুধ খেয়ে আবার সুস্থ হই। মূলত আমাদের আল্লাহ তায়ালায় সুস্থ করে তোলেন। ওষুধ উপলক্ষ্য মাত্র। কিন্তু আমরা যখন অসুস্থ হই, তখন অনেকেই আল্লাহ তায়ালার কথা ভুলে যায়। আল্লাহ তায়ালা মানুষকে সব সময় পরীক্ষার মধ্যে রেখেছেন। বান্দাকে বিভিন্ন অসুখ প্রদান করে আল্লাহ তায়ালা মূলত ওই বান্দার ঈমান পরীক্ষা করেন। তাই অসুস্থ অবস্থায় আমাদের প্রত্যেককে নিচের এই দোয়াটি পড়া উচিত।

আরবি হাদিস

وَعَنِ ابنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنهُمَا، عَنِ النَّبِيِّ ﷺ، قَالَ: « مَنْ عَادَ مَرِيضاً لَمْ يَحْضُرْهُ أَجَلُهُ، فَقَالَ عِنْدَهُ سَبْعَ مَرَّاتٍ: أَسْأَلُ اللهَ العَظيمَ، رَبَّ العَرْشِ العَظِيمِ، أَنْ يَشْفِيَكَ، إِلاَّ عَافَاهُ اللهُ مِنْ ذَلِكَ المَرَضِ». رواه أَبُو داود والترمذي، وَقَالَ: «حديث حسن »، وَقَالَ الحاكم: «حديث صحيح عَلَى شرط البخاري »

বাংলা অনুবাদ
ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এমন কোন রুগ্ন মানুষকে সাক্ষাৎ করবে, যার এখন মরার সময় উপস্থিত হয়নি এবং তার নিকট সাতবার এই দোয়াটি বলবে, আসআলুল্লাহাল আযীম, রাব্বাল আরশিল আযীম, আঁই য়্যাশ্ফিয়াক’ (অর্থাৎ আমি সুমহান আল্লাহ, মহা আরশের প্রভুর নিকট তোমার আরোগ্য প্রার্থনা করছি), আল্লাহ তাকে সে রোগ থেকে মুক্তি দান করবেন।’ [আবু দাউদ ৩১০৬, তিরমিযি৩০৮৩, আহমদ ২১৩৮, ২১৮৩, ২৩৮৮]
২৯ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে