ঢাকা : পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে আগামী ৪ অক্টোবর রোববার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার এ কথা বলা হয়েছে।
ঈদুল আজহা উপলক্ষে গত ২২ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ আগামীকাল বৃহস্পতিবার থেকে খুলবে।
উল্লেখ্য, ঈদুল আজহা উপলক্ষে গত ১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার থেকে ১ অক্টোবর বৃহস্পতিবার পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাসসমূহ বন্ধ রয়েছে। ২ ও ৩ অক্টোবর শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় ক্লাসসমূহ ৪ অক্টোবর রোববার থেকে শুরু হবে।
৩০ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম