এমটিনিউজ২৪ ডেস্ক : কোথাও কোনো গানের আসর বা মাজারের মতো স্থানে হামলা করলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক বিফ্রিংয়ে তিনি এ কথা বলেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মাহফুজ আলম বলেন, ‘ময়মনসিংহের ঘটনায় পদক্ষেপ নিচ্ছি। ৫ আগস্টের পর থেকে যত ঘটনা ঘটেছে সেগুলোর তথ্য আমরা সংগ্রহ করছি।
জানা যায়, ময়মনসিংহে গতকাল বুধবার রাতে একটি মাজারে কাওয়ালি অনুষ্ঠানে হামলার ঘটনা ঘটে বলে স্থানীয় গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। মাজারের বেশ কিছু অংশ গুঁড়িয়ে দেওয়া হয়েছে বলে জানানো হয় প্রতিবেদনে।
এসব ঘটনায় বিক্ষুব্ধদের মামলা করার আহ্বান জানিয়ে উপদেষ্টা মাহফুজ আলম বলেন, ‘কোথাও কোনো গানের আসর বা মাজারের মতো স্থানে হামলার ঘটনা ঘটলে খুব দ্রুত পদক্ষেপ নেওয়া হবে, কাউকে ছাড় দেওয়া হবে না।’
তিনি জানান, জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দিতে শিক্ষার্থীদের বেঁধে দেওয়া সময়ের চেয়েও কিছুটা বেশি সময় লাগতে পারে, তবে খুব বেশি দেরি হবে না।
শুধু বিএনপি নয়, গত ১৬ বছরে যারাই নিপীড়নের শিকার হয়েছেন তাদের সবার কথাই ঘোষণাপত্রে থাকবে, বলেও জানান মাহফুজ আলম।