নিউজ ডেস্ক : সহসাই দেশে ফিরছেন না বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। লন্ডন থেকে দেশে ফেরার বিষয়টি এখনো নিশ্চিত করতে পারেননি তিনি। চোখের চিকিৎসা শেষে দেশে ফিরবেন বলে দলটির দপ্তর সূত্রে জানা গেছে।
গত ১৫ সেপ্টেম্বর চিকিৎসার জন্য লন্ডনে যান বেগম খালেদা জিয়া। চিকিৎসা শেষে তার দেশে ফেরার কথা ছিল ১ অক্টোবর বৃহস্পতিবার। কিন্তু চিকিৎসার কারণে দেশে ফেরা দেরি হচ্ছে তার। তবে কবে তিনি দেশে ফিরবেন তাও অনিশ্চিত।
বিএনপির মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি গণমাধ্যমকে বলেন, চোখের চিকিৎসার জন্য চেয়ারপারসন লন্ডনে অবস্থান করছেন। তার দুটি চোখই অপারেশন করা লাগবে। চিকিৎসা শেষে তিনি দেশে ফিরবেন।
তিনি বলেন, এখনো চিকিৎসা পুরোপুরি শুরু হয়নি। এ কারণে দেশে ফেরার বিষয়টি পিছিয়ে গেছে। তবে সহসাই দেশে ফিরছেন না তিনি।
সূত্রে জানা গেছে, আজ বুধবার বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিয়ে বৃহস্পতিবার ঢাকায় পৌঁছানোর টিকিট নির্ধারিত ছিল। কিন্তু চিকিৎসা শেষ না হওয়ার কারণে ফেরার সময় পেছানো হয়েছে। তবে কবে নাগাদ দেশে ফিরবেন তিনি তা চিকিৎসকের পরামর্শের ওপর নির্ভর করছে।
জানা গেছে, ছেলে তারেক রহমান নিজেই তার মায়ের চিকিৎসার বিষয়টি দেখাশোনা করছেন। চিকিৎসক বলেছেন, দুই চোখের অপারেশন একসঙ্গে করা হবে না। এক চোখের অপারেশন করার সপ্তাহখানেক পর অন্য চোখের অপারেশন করা হবে।
গত ১৬ সেপ্টেম্বর লন্ডনে আসেন খালেদা জিয়া। লন্ডনের কিংসটনে ছেলে তারেক রহমানের বাসায় একান্ত পারিবারিকভাবে সময় পার করছেন তিনি। গত বৃহস্পতিবার যুক্তরাজ্য বিএনপির আয়োজনে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে একটি অনুষ্ঠানে হাজির হন তিনি।
যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক গণমাধ্যমকে বলেন, ম্যাডামের চিকিৎসার বিষয়টিকেই প্রাধান্য দেয়া হচ্ছে। তিনি সুস্থ হয়ে উঠলে নেতাকর্মীরা সাক্ষাতের সুযোগ পাবেন। খালেদা জিয়াকে নিয়ে যুক্তরাজ্য বিএনপি একটি সভা করার প্রত্যাশা করছে বলে জানান তিনি। তারেক রহমানের সঙ্গে পরামর্শ করে তিনি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত নেবেন বলেও ধারণা করা হচ্ছে।
৩০ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম