সুন্দরগঞ্জ: বাসরঘর থেকে বর উধাও হওয়ার ঘটনায় সুন্দরগঞ্জ উপজেলার দক্ষিণ হুড়াভায়াখাঁ গ্রামে চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এঘটনায় ইতিমধ্যে থানায় একটি সাধারণ ডায়রিও করা হয়েছে। মূলত হুড়াভায়াখাঁ গ্রামে বাসর ঘর থেকে শফিকুল ইসলাম নামে এক বর উধাও হওয়ার পর এ চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়।
উধাও হওয়া বর শফিকুল খুঁজে না পেয়ে তার ভাই আব্দুর রাজ্জাক মঙ্গলবার(২৯ সেপ্টেম্বর) থানায় জিডি করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২৭ সেপ্টেম্বর রাতে দক্ষিণ হুড়াভায়াখাঁ গ্রামের হাফিজুর রহমানের পুত্র শফিকুল ইসলামের সাথে দক্ষিণ ধুমাইটারী গ্রামের তোফাজ্জল হোসেনের কন্যা নিলুফা ইয়াসমিনের আনুষ্ঠানিকভাবে বিয়ে হয়। বিয়ের পর গত ২৮ সেপ্টেম্বর শফিকুল নিজ বাড়িতে বাসর ঘর করতে গিয়ে যেখান থেকে উধাও হয়। এ নিয়ে এলাকায় ব্যাপক গুঞ্জন উঠেছে।
৩০ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ