নিউজ ডেস্ক : ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর অভ্যন্তরীণ রুটের বাস ভাড়া বাড়ছে বৃহস্পতিবার থেকে। ঢাকা থেকে পার্শ্ববর্তী পাঁচ জেলায় চলাচলকারী বাসেও এদিন থেকে বর্ধিত ভাড়া কার্যকর হবে।
গত ১ আগস্ট গ্যাসের (সিএনজি) দাম বাড়ায় সরকার। গ্যাসের দাম বাড়ার ফলে পরিবহন মালিকদের দাবিে মুখে গত ১০ সেপ্টেম্বর বাস ভাড়া বৃদ্ধির ঘোষণা দেয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী প্রতি কিলোমিটারে ভাড়া বাড়ানো হয় ১০ পয়সা। বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১ টাকা ৬০ পয়সা থেকে ১ টাকা ৭০ পয়সা এবং মিনিবাসের ভাড়া ১ টাকা ৫০ পয়সা থেকে ১ টাকা ৬০ পয়সা করা হয়েছে। বাসের সর্বনিম্ন ভাড়া ৭ টাকা ও মিনিবাসে সর্বনিম্ন ভাড়া ৫ টাকা নির্ধারণ করা হয়েছে। আগামী ১ নভেম্বর থেকে বাড়বে সিএনজিচালিত অটোরিকশার ভাড়াও।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, শুধু সিএনজিচালিত বাসের ভাড়াই বাড়বে। ডিজেলচালিত বাসের ভাড়া বাড়ছে না।
এদিকে বৃহস্পতিবার থেকে নতুন ভাড়া কার্যকর হলেও রাজধানীর অভ্যন্তরীণ রুটে ১/২ টাকা করে বেশি ভাড়া নেয়া হচ্ছে। একটু বেশি দূরত্বে ৫/১০ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে।
৩০ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম