আলী রীয়াজ : বাংলাদেশে পশ্চিমা স্বার্থে হামলার টার্গেট করেছে জঙ্গিরা। সেপ্টেম্বরের শেষ দিকে নির্ভরযোগ্য সূত্র থেকে যুক্তরাজ্যের কাছে এমন তথ্য পৌঁছেছে। তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশে ব্রিটিশ নাগরিকদের চলাচলে সতর্কতা জারি করেছে ঢাকার ব্রিটিশ হাইকমিশন। (২৯ সেপ্টেম্বর) দেশে 'উগ্রবাদ ও জঙ্গিবাদের কোনো অস্তিত্ব' নেই দাবি করে বিএনপি বলেছে, অস্ট্রেলিয়ার পর্যবেক্ষণ প্রকৃত তথ্যভিত্তিক নয়, বাস্তবতাবিবর্জিত। তাদের আশঙ্কা ভিত্তিহীন।
সোমবার (২৮ সেপ্টেম্বর) নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির মুখপাত্র দলের আন্তর্জাতিক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন এ কথা বলেন। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, অস্ট্রেলিয়া ক্রিকেট দল যে জঙ্গি হামলার আশঙ্কা করেছে, তা দুঃখজনক। দেশে জঙ্গি উত্থানের কোনো আশঙ্কা নেই। রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশে জঙ্গি তৎপরতা নেই। উপমহাদেশের মধ্যে একমাত্র বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান ঘটতে পারেনি। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, দেশে জামা'আতুল মুজাহিদীন বাংলাদেশ বা জেএমবির কোনো আস্তানা নেই। অন্য কোনো জঙ্গি সংগঠনেরও অস্তিত্ব নেই। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের জলপাইগুড়ি জেলার ফুলবাড়ী সীমান্ত ফাঁড়ি পরিদর্শন করে ফেরার পথে তেঁতুলিয়ার বাংলাবান্ধা শূন্যরেখায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা বলেন। বাংলাদেশে জঙ্গিবাদ দমনে ব্রিটিশ সরকারকে আরও বেশি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
যুক্তরাজ্যের দৈনিক গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে (২১ সেপ্টেম্বর) শেখ হাসিনা বলেন, 'মৌলবাদীরা বাংলাদেশে তৎপরতা বাড়ানোর চেষ্টা করছে এবং কিছু কিছু লোক তাদের মদদ দেওয়ার চেষ্টা করছে।' এই জঙ্গিবাদ দমনে শেখ হাসিনা আন্তর্জাতিক সহায়তা চেয়েছেন। আওয়ামী লীগ জঙ্গিবাদের জুজুর ভয় দেখিয়ে রাজনৈতিক ফায়দা হাসিল করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতে লন্ডনে তারেক রহমানের বাসায় যুক্তরাজ্য বিএনপির নেতাদের সঙ্গে বৈঠককালে তিনি এ মন্তব্য করেন।
গার্ডিয়ান পত্রিকাকে দেওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপি চেয়ারপারসন বলেন, দেশে জঙ্গি তৎপরতার সাম্প্রতিক ঘটনাগুলো সরকারের পরিকল্পিত। র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ জঙ্গিবাদ নিমর্ূলে র্যাবকে আরও আধুনিকায়ন করা হচ্ছে উল্লেখ করে বলেছেন, জঙ্গিবাদ নিয়ন্ত্রণে এটি হচ্ছে আমাদের প্রিমিয়াম এলিট ফোর্স। আমরা বাংলাদেশকে কখনো জঙ্গিবাদের উর্বর ক্ষেত্রে পরিণত হতে দিতে চাই না। রবিবার (২৭ সেপ্টেম্বর) সকালে 'গোপালগঞ্জ ক্লাব লিঃ' এর ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
র্যাবের মহাপরিচালক আরও বলেন, এ দেশের সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর নেতৃত্বে এ দেশ জঙ্গিবাদ মুক্ত করার জন্য, নিমূর্ল করার জন্য র্যাব ক্রমাগত কাজ করে যাচ্ছে। (এক মাস আগে) তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে জঙ্গি-সন্ত্রাসের বিরুদ্ধে জানবাজি লড়াই চলছে। আমরা সেই লড়াইকে বিজয়ের শেষ পর্যন্ত নিয়ে যাচ্ছি। ২৫ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ের জিরোপয়েন্টে জাসদ আয়োজিত সন্ত্রাস-দুর্নীতি প্রতিরোধ ও সুশাসনের দাবি শীর্ষক সমাবেশে সভাপতির বক্তব্য দেন তথ্যমন্ত্রী।-বিডিপ্রতিদিন
১ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এস.এ.সুমন/একে