পার্থ সারথি দাস : আজ বৃহস্পতিবার থেকে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে চলা বাস-মিনিবাসের ভাড়া বাড়ছে। সরকারি সিদ্ধান্ত অনুসারে, শুধু বাস ও মিনিবাসে ভাড়ার নতুন হার কার্যকর হওয়ার কথা। প্রতি কিলোমিটারে বাস ভাড়া এক টাকা ৭০ পয়সা ও মিনিবাসে এক টাকা ৬০ পয়সা নির্ধারণ করেছে সড়ক পরিবহন মন্ত্রণালয়। বুধবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে সড়ক পরিবহন মন্ত্রণালয় থেকে। সর্বনিম্ন ভাড়া অপরিবর্তিত থাকছে। বুধবার থেকেই বিভিন্ন পরিবহন কোম্পানি নিজেদের মতো করে কিলোমিটার নির্ধারণ করে ভাড়ার তালিকা টানিয়েছে বাসে বাসে। যাত্রীরা বলছেন, মনগড়া তালিকা দিয়ে বাড়তি ভাড়া আদায়ের চেষ্টা চালানো হচ্ছে। এই প্রেক্ষাপটে বিআরটিএ নজরদারি বাড়ানোর দাবি ওঠেছে বিভিন্ন মহল থেকে।
ঢাকা মহানগরীর ১১৩টি রুটে আজ থেকে যাত্রীপ্রতি কমপক্ষে পাঁচ টাকা করে বেশি ভাড়া নেওয়ার প্রস্তুতি চলছে এসব পরিবহনে। তবে এর আগে থেকেই সিটিং সার্ভিসের বাসে সর্বনিম্ন ভাড়া সাত টাকার পরিবর্তে তিন-চার গুণ বেশি আদায় করা হচ্ছে। কোথাও কোথাও নেওয়া হচ্ছে ২৫ টাকা পর্যন্ত।
গ্যাসের মূল্যবৃদ্ধি ও যানজটের অজুহাতে অতিরিক্ত ভাড়ার এ খৰ নেমে আসছে যাত্রীদের ওপর। ঢাকায় চলাচলরত পাঁচ হাজার বাসের ৯০ শতাংশই লক্কড়ঝক্কড়। সেবা যাচ্ছেতাই। এর পরও দফায় দফায় বাড়ানো হচ্ছে ভাড়া।
মালিক সমিতি ও বিভিন্ন পরিবহন কম্পানির কাছে বুধবারের মধ্যে ভাড়ার নতুন তালিকা পাঠানোর কাজ শেষ হয়েছে। ঢাকা মহানগরীর ২৫৮টি রুটে আঞ্চলিক পরিবহন কমিটি (আরটিসি) বাস ও মিনিবাসের আলাদা ভাড়ার তালিকা তৈরি করে তা বাস্তবায়নের নির্দেশ দিয়েছে।
এদিকে নির্ধারিত সময়ের আগেই মালিকরা রাজধানীর বিভিন্ন রুটে বেশি ভাড়া আদায় শুরু করে দিয়েছে। নতুন হার অনুযায়ী মিরপুরের চিড়িয়াখানা থেকে কেরানীগঞ্জ রুটে চলাচলকারী মিনিবাসের ভাড়া ৩৫ টাকা। কিন্তু এক সপ্তাহ আগে থেকেই নেওয়া হচ্ছে ৪০ টাকা। কদমতলী থেকে ফুলবাড়িয়ার সর্বনিম্ন ভাড়া পাঁচ টাকা। নেওয়া হচ্ছে ১০ টাকা।
বাংলাদেশ যাত্রীকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক চৌধুরী প্রতিবেদককে বলেন, সরকারি সিদ্ধান্ত সামনে রেখে অতিরিক্ত ভাড়া আদায়ের 'উৎসব' চলছে।
ঈদের এক দিন আগে থেকেই যানজটের দোহাই দিয়ে নগর পরিবহনের বিভিন্ন রুটে কয়েক গুণ বেশি ভাড়া আদায় শুরু হয়েছিল। বিহঙ্গ, বিকল্প, ঢাকা পরিবহন, দিশারী পরিবহন, সেফটি, ইটিসি ট্রান্সপোর্ট, ইউনাইটেড, নিউ ভিশন, শিখর ও শিকড় পরিবহনে এই অতিরিক্ত ভাড়া নেওয়া হয়।
ঢাকা পরিবহনে ৫০ টাকার ভাড়া ১০০ টাকা; দিশারী, সেফটি, নিউ ভিশন, শিখর, ইউনাইটেড ও বিকল্প পরিবহনে ২২ টাকার স্থলে ৫০ টাকা; ইটিসি ট্রান্সপোর্টে ২২ টাকার ভাড়া ৯০ টাকা আদায় করা হয়। গত ১ সেপ্টেম্বর গ্যাসের দাম বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই মোহাম্মদপুর-নারায়ণগঞ্জসহ বিভিন্ন রুটে অতিরিক্ত ভাড়া আদায় শুরু হয়। মোহাম্মদপুর থেকে মৈত্রী পরিবহনের বাসে মতিঝিল পর্যন্ত ২০ টাকার বদলে ২৫ টাকা দাবি করা হয়।
সিটিং বাসে সাত টাকার ভাড়া ২৫ টাকা : পল্লবীর বিডিআর শপিং মাস্টার কাউন্টার থেকে পোস্তগোলা ব্রিজ পর্যন্ত রুটে এখন একবার চলাচলে একজন যাত্রীকে দিতে হবে ৩৫ টাকা। আগে ছিল ৩২ টাকা ৯৬ পয়সা। এই রুটে আগের মতোই পল্লবী থেকে শেওড়াপাড়া পর্যন্ত সর্বনিম্ন ভাড়া সাত টাকা। পল্লবী থেকে তালতলার ভাড়া ১০ টাকা, ফার্মগেটের ১৫ টাকা, শাহবাগের ১৯ টাকা, প্রেসক্লাবের ২২ টাকা, পল্টনের ভাড়া ২৩ টাকা। কিন্তু সরেজমিনে গিয়ে গতকাল পল্লবী থেকে ফার্মগেট পথেই ১৫ টাকার স্থলে ২২ টাকা, কখনো ২৫ টাকা আদায় করতে দেখা গেছে।
পল্লবী (মিরপুর-১২) থেকে সদরঘাট রুটে মিরপুর ইউনাইটেড সার্ভিস লিমিটেডসহ বিভিন্ন কম্পানির ৫৫টি বাস চলাচল করে। পল্লবী থেকে ভিক্টোরিয়া পার্কে একবার চলাচলে আগে দিতে হতো ২৭ টাকা। নতুন ভাড়া এখন ২৯ টাকা। সর্বনিম্ন ভাড়া পল্লবী থেকে কাজীপাড়া পর্যন্ত সাত টাকা। তবে যাত্রীরা বলছেন, ফার্মগেট অংশ পর্যন্ত ভাড়া ২৫ টাকা রাখা হচ্ছে।
মিরপুরের কালশী থেকে সাইনবোর্ড রুটে ভাড়ার ছিল ৩৮ টাকা। এখন তা ৪১ টাকা। কিন্তু পল্লবী থেকে ফার্মগেট অংশেই বিভিন্ন বাসে রাখা হচ্ছে ২০ টাকা।
এ বিষয়ে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক এনায়েতউল্লাহ এই প্রতিবেদককে বলেন, 'সরকারের নির্ধারিত হারের চেয়ে যাতে বেশি ভাড়া নেওয়া না হয় এ জন্য আমাদের অধীন সব পরিবহন কম্পানি মালিককে নির্দেশ দিয়েছি।'
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এম এ এন ছিদ্দিক গত রাতে জানান, ১ অক্টোবর থেকে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে বাস ও মিনিবাসের নতুন ভাড়া বাস্তবায়িত হবে। এ ক্ষেত্রে আরটিসির তালিকাই চূড়ান্ত। মালিক সমিতির তালিকা তৈরির বৈধতা নেই। সিদ্ধান্তের বাইরে বেশি ভাড়া নিলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।
খোঁজ নিয়ে জানা গেছে, ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কাছে গতকাল সকালে আরটিসির তৈরি করা ভাড়ার তালিকার ছায়ালিপি পৌঁছেছে। সমিতির একাধিক কর্মকর্তা প্রতিবেদককে জানান, ঈদযাত্রার কারণে নগর পরিবহনের বেশির ভাগ বাস চুক্তিতে বিভিন্ন জেলায় অবস্থান করছে। ধীরে ধীরে এই সিদ্ধান্ত কার্যকর হবে। গতকাল দুপুরে বিআরটিএ মিরপুর অফিসে গিয়ে বিভিন্ন পরিবহন কম্পানির কর্মকর্তারা এ তালিকা সংগ্রহ করেন।
গত ১ সেপ্টেম্বর সিএনজির দাম প্রতি ঘনমিটারে পাঁচ টাকা বাড়ানো হয়। এ কারণে ১০ সেপ্টেম্বর সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভায় বাস, মিনিবাস ও অটোরিকশায় ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত অনুসারে, আজ থেকে বাস ও মিনিবাসে নতুন ভাড়ার হার কার্যকর হবে। অটোরিকশার ভাড়া ৬০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত হয়েছিল একই সভায়। তবে তা কার্যকর হবে আগামী ১ নভেম্বর থেকে।
সিদ্ধান্ত অনুসারে, বাসে প্রতি কিলোমিটারে ভাড়া এক টাকা ৬০ পয়সা থেকে বেড়ে হচ্ছে এক টাকা ৭০ পয়সা। আর মিনিবাসে এক টাকা ৫০ পয়সা থেকে বেড়ে হচ্ছে এক টাকা ৬০ পয়সা। সর্বনিম্ন ভাড়া আগের মতোই বাসে সাত টাকা ও মিনিবাসে পাঁচ টাকা নির্ধারণ করা হয়েছে। ঢাকা মহানগর ছাড়াও নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ ও নরসিংদী জেলার মধ্যে চলাচলকারী বাস ও মিনিবাসে নতুন ভাড়ার হার কার্যকর হওয়ার কথা রয়েছে।
ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে সমাবেশ : যাত্রী প্রতিনিধি বাদ দিয়ে অযৌক্তিকভাবে গণপরিবহনের ভাড়া বৃদ্ধির গণবিরোধী সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রীকল্যাণ সমিতি। বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে 'যাত্রী প্রতিনিধি সমন্বয়ে সঠিক ব্যয় বিশ্লেষণ করে ভাড়া পুনর্নির্ধারণ' ও গণপরিবহনের বর্ধিত ভাড়া বাতিলের দাবিতে অনুষ্ঠিত যাত্রী সমাবেশ ও মানববন্ধন কর্মসূচিতে এ দাবি জানানো হয়।
সমাবেশে বাংলাদেশ যাত্রীকল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী অভিযোগ করেন, দেশের ১৬ কোটি যাত্রীর স্বার্থ জলাঞ্জলি দিয়ে কতিপয় মালিকের স্বার্থে ব্যয় বিশ্লেষণের নামে ভুয়া ও অযৌক্তিক তথ্যের ওপর ভিত্তি করে ভাড়া বৃদ্ধি করা হয়েছে। সমাবেশে বক্তব্য দেন বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য রাজেকুজ্জামান রতন, সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য রুহিন হোসেন প্রিন্স, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রাজিব মীর, ডিইউজের একাংশের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, বাংলাদেশ ইসলামিক পার্টির মহাসচিব মহিউদ্দিন আহমেদ, নিরাপদ নৌপথ বাস্তবায়ন আন্দোলনের আহ্বায়ক আমিনুর রসুল বাবুল, জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি এম এ জলিল প্রমুখ।কালের কণ্ঠ
১ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এস.এ.সুমন/একে