ঢাকা : বায়োমেট্রিক (আঙুলের ছাপ নেওয়ার) পদ্ধতিতে সিম পুনঃনিবন্ধনের প্রক্রিয়া পরীক্ষামূলকভাবে ১ নভেম্বর থেকে শুরু হচ্ছে। এসএমএসের মাধ্যমে মোবাইল অপারেটরগুলো গ্রাহকদের সিম নিবন্ধনের আপডেট তথ্য জানাবে। মোবাইল অপারেটরদের সংগঠন অ্যামটবের নিজ কার্যালয়ে বুধবার সাংবাদিক সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন সংগঠনটির মহাসচিব টি আই এম নূরুল কবির।
নূরুল কবির জানান, অনিবন্ধিত সিম বা রিম কার্ড নিবন্ধনের আওতায় আনতে ১ নভেম্বর থেকে নিবন্ধন কার্যক্রম শুরু করা হবে। প্রাথমিকভাবে নিজ নিজ আউটলেট থেকে গ্রাহকদের এই সেবা দেবে মোবাইল অপারেটরগুলো। এ দিন থেকেই মোবাইল অপারেটরগুলোর ডাটাবেজে যেসব সিমের বিপরীতে এনআইডির (জাতীয় পরিচয়পত্র) তথ্য নেই ওইসব সিমে এসএমএসের মাধ্যমে গ্রাহকদের নিবন্ধন সম্পর্কিত আপডেট জানানো হবে। এসএমএস বাংলায় পাঠানো হবে। যাতে সব স্তরের গ্রাহকদের নিবন্ধনের বিষয়টি বুঝতে পারেন। এছাড়া মোবাইল অপারেটরগুলোর ওয়েবসাইটে সিম নিবন্ধন প্রক্রিয়ার তথ্য থাকবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ১৩ সেপ্টেম্বর থেকে অপারেটরদের সিম রেজিস্ট্রেশন তথ্যের সঙ্গে এনআইডি ডেটাবেজের তথ্য মিলিয়ে দেখে বৈধভাবে নিবন্ধিত সিমকার্ড যাচাইয়ের জন্য অপারেটর এবং সরকার সমন্বিতভাবে কাজ করছে।
১৬ ডিসেম্বর থেকে জাতীয় পর্যায়ে মোবাইল অপারেটরগুলোর নিজস্ব ও মনোনীত আউটলেট থেকে বায়োমেট্রিক পদ্ধতিতে বিনামূল্যে সিম নিবন্ধন করতে পারবেন গ্রাহকরা। একইসঙ্গে সিম পুনঃনিবন্ধনও করা যাবে।
এসময় তিনি আরো বলেন, ১৬ ডিসেম্বর পর থেকে বিটিআরসির সঙ্গে আলোচনা করে গ্রাহকদের সিম নিবন্ধনের সময়সীমা বেঁধে দিয়ে এসএমএস পাঠানো হবে। এছাড়া আইভিআরের মাধ্যমে সিম নিবন্ধন প্রক্রিয়া শুনতে পারবেন গ্রাহকরা। এ সময়েরর মধ্যে নিবন্ধন নিতে ব্যর্থ হলে সিম বন্ধ করে দেয়া হবে।
দেশে যত্রযত্র সিম বিক্রি বন্ধের কোনো উদ্যোগ অপারেটরদের আছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে নুরুল কবীর জানান, যত্রতত্র সিম বিক্রি বন্ধে অপারেটরগুলো উদ্যোগ নিয়েছে। গ্রাহকদের অপারেটরদের নির্ধারিত আউটলেটের মাধ্যমে সিম কেনার জন্য তাদের উৎসাহিত করা হচ্ছে।
১ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এস.এ.সুমন/একে