বৃহস্পতিবার, ০১ অক্টোবর, ২০১৫, ০৭:২৮:৫৬

আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে ৯ মাসে নিহত ১৪৮

 আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে ৯ মাসে নিহত ১৪৮

নিজস্ব প্রতিবেদক : চলতি বছরের নয় মাসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে ১৪৮ জন নিহত হয়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র (আসক)।

বুধবার গণমাধ্যমে পাঠানো এক অনুসন্ধানী প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। জাতীয় দৈনিকে প্রকাশিত তথ্য ও আসকের নিজস্ব সংগৃহীত তথ্যের আলোকে সংখ্যাগত এই প্রতিবেদন তৈরি করা হয়েছে বলে আসক জানায়।

এতে বলা হয়, একই সময়ে কারাহেফাজতে ৩১ হাজতিসহ মোট ৫২ জন নিহত হয়েছেন। হেফাজতে নিহতদের মধ্যে র‍্যাবের ক্রসফায়ারে ৩২ জন, পুলিশ ক্রসফায়ারে ৫৫ জন, র‍্যাব, বিজিবি ও আনসারের ক্রসফায়ারে দুইজন, ডিবি পুলিশের ক্রসফায়ারে ১১ জন, যৌথবাহিনীর ক্রসফায়ারে একজন নিহত হয়েছেন।

এছাড়া পুলিশের নির্যাতনে ছয়জন, ডিবি পুলিশের নির্যাতনে একজন মারা গেছে। পুলিশের গুলিতে ২২ জন, বিজিবির গুলিতে দুইজন ও ডিবি পুলিশের গুলিতে নিহত হয়েছে আরো একজন। থানা হেফাজতে আত্মহত্যা করেছেন তিনজন, গ্রেপ্তারের পর পুলিশ হেফাজতে হৃদরোগে আক্রান্ত হয়ে দুইজন এবং র্যা ব হেফাজতে একজনের মৃত্যু হয়েছে।

এছাড়া ট্রেনে কাটা পড়ে এক জনের (পরিবারের দাবি পুলিশ ট্রেনের নিচে ফেলে হত্যা) মৃত্যু হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, পরিবার ও প্রত্যক্ষদর্শীর অভিযোগ অনুযায়ী সাদা পোশাকে আসা ব্যক্তিরা আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে গত নয় মাসে ৪৩ জনকে আটক করে নিয়ে গেছে। এর মধ্যে পরবর্তীতে ছয়জনের লাশ পাওয়া গেছে। চারজন ফেরত এসেছে ও পাঁচজনকে গ্রেফতার দেখানো হয়েছে।

তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসব অভিযোগ অস্বীকার করেছে। অপর ২৮ জনের পরিণতি সম্পর্কে আসকের প্রতিবেদন কোনো উল্লেখ নাই। রাজনৈতিক সংঘাতে নয় মাসে হয়েছে মোট ৭৪০টি। এতে নিহত হয়েছেন ১৪৩ জন ও আহত হয়েছেন ৪৮৫৪ জন।

এসময় হিন্দু সম্প্রদায়ের ১৩০টি বাসস্থানে ভাঙচুর ও অগ্নিসংযোগ, ৬ ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগ, ১৪৬ প্রতিমা, পূজামণ্ডপ ও মন্দির ভাঙচুর এবং অগ্নিসংযোগ হয়েছে। এসব ঘটনায় আহত হয়েছেন ৫৬ জন। নয় মাসে সারাদেশে ১৯১ জন সাংবাদিক বিভিন্নভাবে নির্যাতন, হয়রানি, হুমকি ও পেশাগত কাজ করতে গিয়ে বাঁধার সম্মুখীন হয়েছেন।

সীমান্ত সংঘাত প্রসঙ্গে আসক জানায়, নয় মাসে বিএসএফের গুলিতে ২৩ জন, নির্যাতনে মৃত্যু ১২ জন, আহত হয়েছেন ৫৮ জন ও অপহরণের শিকার হয়েছেন ৫৩ জন। নয় মাসে গণপিটুনি নিহত হয়েছে ১০৪ জন।

নারী নির্যাতনের চিত্র তুলে ধরে আসক জানায়, এসিড নিক্ষেপের শিকার হয়েছে ২৪ জন এবং মারা গেছে একজন। যৌন হয়রানির শিকার হয়ে নয় নারী আত্মহত্যা করেছেন। যৌন হয়রানি প্রতিহত করতে গিয়ে দুই নারী ও এক পুরুষ নিহত হয়েছেন।

গৃহপরিচারিকা নির্যাতনের শিকার হয়েছেন ৪৬ জন। এর মধ্যে শারীরিক নির্যাতনের শিকার হয়ে মারা গেছেন চারজন এবং রহস্যজনক মৃত্যু হয়েছে ১৯ জনের।

গত নয় মাসে পারিবারিক নির্যাতনের মাধ্যমে ২১৪ নারীকে হত্যা করা হয়েছে। আত্মহত্যা করেছে ৪৫ জন ও শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন ৩৩ নারী। যৌতুকের কারণে আত্মহত্যা করেছেন নয় নারী।
১ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে