ঢাকা : রাজধানীর গুলশানে হলি আর্টিজান রেস্টুরেন্টে জঙ্গি হামলার ঘটনায় ব্রিটেনের টরেন্টো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সেই তাহমিদ হাসিব খান এখন কারাগারে। রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
শনিবার ঢাকা মহানগর হাকিম দেলোয়ার হোসেন তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
দুই দফায় ১৪ দিনের রিমান্ড শেষে শনিবার দুপুরে তাহমিদকে আদালতে হাজির করেন ঢাকা মহানগর কাউন্টার টেররিজম ইউনিটের সহকারী পুলিশ কমিশনার শহিদুর রহমান।
মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাহমিদকে কারাগারে আটক রাখার আবেদন করেন তিনি।
অপরদিকে তাহমিদের আইনজীবী হামিদুর রহমান মামুন তার জামিনের জন্য আবেদন করেন। জামিন শুনানিতে তিনি বলেন, গুলশান হামলার ঘটনায় তাহমিদকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে দুই দফায় ১৪ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
তিনি জানান, তাকে রিমান্ডে নিয়ে কোনো তথ্য উপাত্ত উদ্ধার করতে পারেনি। ওই হামলার সঙ্গে তিনি সম্পৃক্ত নন। তিনি পরিস্থিতির শিকার। তিনি মৃগী রোগে আক্রান্ত। তাকে জামিন দিলে পালিয়ে যাবেন না তিনি।
উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে গত ৪ আগস্ট তাহমিদের ৮ দিন এবং ১৩ আগস্ট ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
ওই ঘটনায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের তৎকালীন শিক্ষক হাসনাত রেজা করিম ৮ দিনের রিমান্ডে রয়েছেন। গত ১৩ আগস্ট তার ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
এর আগে গত ৪ আগস্ট ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে তাকে ৮ দিনের রিমান্ডে নেয় পুলিশ।
হাসনাতের দেয়া তথ্য মতে, গত ৩ আগস্ট সন্ধ্যায় বসুন্ধরার আবাসিক এলাকার জি-ব্লক হতে কানাডার টরোন্টো বিশ্ববিদ্যালয়ের ছাত্র তাহমিদ হাসিব খানকে গ্রেপ্তার করে পুলিশ।
তাহমিদ হাসিব খান আফতাব বহুমুখী ফার্মের ব্যবস্থাপনা পরিচালক ফজলে রহিম খান শাহরিয়ারের ছেলে। তিনি কানাডার স্থায়ী নাগরিক। ১ জুলাই গুলশান হামলার দিন দুপুরে ঢাকায় আসেন তিনি।
ওই ঘটনার মামলায় ১১ জন আদালতে সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন। এরা হলেন হলি আর্টিজান রেস্টুরেন্টের ক্যাশিয়ার আল-আমিন চৌধুরী সিজান, ওই রেস্টৃরেন্টের স্টাফ মিরাজ হোসেন, রাসেল মাসুদ, মেট্রোরেল প্রকল্পের ড্রাইভার বাসেদ সরদার, ওই রেস্টৃরেন্টে খেতে আসা ভারতের নাগরিক সত্য প্রকাশ, ওই রেস্টৃরেন্টের বাবুর্চি মো. শাহিন, শাহরিয়ার, তুহিন, শিশির, ফায়রুজ মালিহা এবং তাহানা তাসমিয়া।
২০আগস্ট, ২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম