ঢাকা : প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে মেডিকেল ভর্তি পরীক্ষা বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা আজ বৃহস্পতিবার পুনরায় সমাবেশ করবে। পূর্বঘোষণা অনুযায়ী আজ সারা দেশের আন্দোলনরত শিক্ষার্থীরা ঢাকায় এসে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করবে বলে জানা গেছে।
এদিকে ভর্তি পরীক্ষায় সুযোগপ্রাপ্তদের ভর্তি ২৯ তারিখ থেকে শুরু হয়েছে। গত দু’দিনে সারা দেশে মোট ১ হাজার ৭০ জন শিক্ষার্থী ভর্তি সম্পন্ন করেছে। এ ক্ষেত্রে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে ভর্তি প্রতিহতের ঘোষণা দিলেও তা কার্যকর হয়নি। এ বিষয়ে স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. এবিএম আবদুল হান্নান বলেন, ভর্তি প্রতিহতের ঘোষণা মুখে মুখে সীমাবদ্ধ। মূলত ড্যাব সমর্থিত মেডিকেল শিক্ষার্থীরা এবং ছাত্রশিবিরের কর্মীরাই আন্দোলন উসকে দিতে এসব বলেছে। তিনি বলেন, দেশের কোথাও ভর্তি কার্যক্রম বাধাগ্রস্ত হয়নি। নির্বিঘ্নে ভর্তি চলছে। গত দু’দিনে এক-তৃতীয়াংশ শিক্ষার্থী ভর্তি হয়েছে। বাকিরা শিগগিরই ভর্তি হবে।
এদিকে বুধবার আন্দোলনরত শিক্ষার্থীরা মেডিকেল ভর্তি পরীক্ষা বাতিলের দাবিতে মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শাহবাগের উদ্দেশে যাত্রা শুরু করলে পুলিশি বাধার মুখে পড়ে। এ সময় দু’পক্ষের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে। একপর্যায়ে আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্য থেকে ১৬ জনকে আটক করে পুলিশ। এর কিছুক্ষণ পরেই ছাত্র ফ্রন্টের ব্যানারে একটি মিছিল শাহবাগের দিকে আসতে থাকলে সেখান থেকে আরও ২৫ জনকে আটক করে শাহবাগ থানায় নিয়ে যায় পুলিশ। পরে তাদেরও ছেড়ে দেয়া হয়।
১ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ