রবিবার, ২১ আগস্ট, ২০১৬, ১১:৫৩:৩৭

১০ মেডিকেল কলেজকে কোটি টাকা করে জরিমানা

১০ মেডিকেল কলেজকে কোটি টাকা করে জরিমানা

নিউজ ডেস্ক : দেশের ১০টি মেডিকেল কলেজকে এক কোটি টাকা করে জরিমানা করেছেন আপিল বিভাগ। ভর্তি পরীক্ষায় সরকার ও ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুসরণ না করে ২০১৪-১৫ শিক্ষাবর্ষে ১৫৩ শিক্ষার্থীকে ভর্তি করায় এই শাস্তি দেয়া হয়েছে।
 
রোববার প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন। আদালত আদেশে বলা হয়েছে, আগামী ১০ দিনের মধ্যে জরিমানার টাকা পরিশোধ না করলে কলেজগুলোর ভর্তি পক্রিয়া বাতিল করা।
 
মেডিকেল কলেজগুলো হল- আশিয়ান মেডিকেল কলেজ, শমরিতা মেডিকেল কলেজ, সিটি মেডিকেল কলেজ, নাইটিঙ্গেল মেডিকেল কলেজ, জয়নুল হক শিকদার মেডিকেল কলেজ, এ আর মেডিকেল কলেজ, ইস্ট-ওয়েস্ট মেডিকেল কলেজ, তাইরুন নেছা মেডিকেল কলেজ, আইচ মেডিকেল কলেজ ও কেয়ার মেডিকেল কলেজ।
 
এর আগে গত ১০ আগস্ট এই প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কেন ব্যবস্থা নেয়া হবে না তা জানতে চেয়েছিলেন  আপিল বিভাগ। প্রতিষ্ঠানগুলোর চেয়ারম্যান ও অধ্যক্ষকের কাছ থেকে আজকের মধ্যে উপযুক্ত ব্যাখ্যা চেয়েছিলেন আদালত।
২১ আগস্ট, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে