বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫, ০৯:২২:৩২

সীমান্ত ইস্যুতে অবশেষে যে যৌথ সিদ্ধান্ত নিল বিজিবি ও বিএসএফ

সীমান্ত ইস্যুতে অবশেষে যে যৌথ সিদ্ধান্ত নিল বিজিবি ও বিএসএফ

এমটিনিউজ২৪ ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের শূন্যরেখায় ১৫০ গজের মধ্যে বাংলাদেশি ও ভারতীয় কৃষক ছাড়া অন্য কেউ প্রবেশ করবে না বলে যৌথ সিদ্ধান্ত নিয়েছে বিজিবি ও বিএসএফ। সীমান্তের যে কোনো সমস্যা দুই বাহিনীর মধ্যে সমন্বিতভাবে সমাধান করা হবে। এছাড়া সভায় উভয় দেশের মিডিয়ায় সীমান্ত সম্পর্কিত যেকোনো ধরনের অপপ্রচার বা গুজব ছড়ানো যাবে না বলে জানানো হয়।

বুধবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সোনামসজিদ বিওপির সম্মেলন কক্ষে সেক্টর কমান্ডার পর্যায়ে বিজিবি-বিএসএফের বৈঠকে এসব সিদ্ধান্ত হয়।

সম্প্রতি ফসল কাটা নিয়ে চাঁপাইনবাবগঞ্জের চৌকা-কিরণগঞ্জ সীমান্তে বাংলাদেশি নাগরিকদের সঙ্গে ভারতীয়রা সংঘর্ষে জড়িয়েছেন। এসময় ভারতীয় নাগরিক ও বিএসএফ সদস্যরা ককটেল, সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল ও পাথর নিক্ষেপ করে। এতে বিজিবি সদস্যসহ বেশ কয়েকজন বাংলাদেশি আহত হন। এই পরিস্থিতি সামনে রেখে সেক্টর কমান্ডার পর্যায়ের বৈঠকে বসে বিজিবি-বিএসএফ।

৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া গণমাধ্যমকে জানান, বৈঠকে চারটি সিদ্ধান্ত হয়েছে। এগুলো হলো- সীমান্তের শূন্যরেখার ১৫০ গজের মধ্যে বাংলাদেশি ও ভারতীয় কৃষক ছাড়া অন্য কেউ প্রবেশ করতে পারবেন না, সীমান্তে সংক্রান্ত যে কোনো সমস্যা বিজিবি এবং বিএসএফের মধ্যে আলোচনার মাধ্যমে সমাধান করা হবে। দুই দেশের মিডিয়া সীমান্ত সম্পর্কিত যে কোনো ধরনের অপপ্রচার কিংবা গুজব ছড়াতে পারবে না।

তিনি আরও জানান, দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর যৌথ সভায় উভয় দেশের স্থানীয় জনগণকে অবৈধ অনুপ্রবেশ ও মাদক চোরাচালান থেকে বিরত রাখতে কাজ করার ব্যাপারে দুই বাহিনী ঐকমত্য হয়েছে।

সেক্টর কমান্ডার পর্যায়ে সৌজন্য সাক্ষাতে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন, রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল মো. ইমরান ইবনে এ রউফ ও বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন, মালদা সেক্টর ডিআইজি অরুণ কুমার গৌতম।

এসময় আরও উপস্থিত ছিলেন, ৫৯ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া, ১১৯ বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়ক সুরজ সিংসহ বিজিবি ও বিএসএফের কর্মকর্তারা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে