নিউজ ডেস্ক : রাজধানীর পান্থপথের বসুন্ধরা সিটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার বেলা ১১টা ২৩ মিনিটে শর্ট সার্কিট থেকে লেভেল-৬ এর সি ব্লকে একটি জুতার দোকানে আগুন লেগে যায়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করছে। এখন পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার আতাউর রহমান একথা জানিয়েছেন।
বসুন্ধরা সিটির নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত সূত থেকে জানা গেছে, ঘটনার পরপর মার্কেটের সব লিফট বন্ধ করে দেওয়া হয়েছে। মার্কেটে উপস্থিত লোকজন সব বাইরে বেরিয়ে এসেছে। ধোঁয়ায় ছেয়ে গেছে পুরো লেভেল-৬।
২১ আগস্ট, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম