রবিবার, ২১ আগস্ট, ২০১৬, ০২:৩০:১৭

ধোঁয়ায় আচ্ছন্ন বসুন্ধরা সিটি, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০ ইউনিট

ধোঁয়ায় আচ্ছন্ন বসুন্ধরা সিটি, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০ ইউনিট

নিউজ ডেস্ক : রাজধানীর পান্থপথে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের লেভেল ছয়ে আগুন লেগেছে। রোববার বেলা পৌনে ১১টার পর এই আগুন লাগে। কমপ্লেক্সের ভেতর থেকে কালো ধোঁয়ার কুণ্ডলী বের হচ্ছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ থেকে জানানো হয়, তাদের ২০টি ইউনিট আগুন নেভাতে কাজ করছে।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক। সাংবাদিকদের তিনি বলেন, ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে তাঁর কথা হয়েছে। আগুন নেভানোর ব্যাপারে সিটি করপোরেশনের পক্ষ থেকে ফায়ার সার্ভিসকে সহায়তা করা হচ্ছে।

আনিসুল হক বলেন, আগুন নেভানোসহ অন্যান্য কাজে হেলিকপ্টারের প্রয়োজন আছে কি না, ফায়ার সার্ভিসের কাছে তা জানতে চেয়েছেন তিনি। জবাবে তারা বলেছে, আপাতত তার প্রয়োজন নেই। তারা পানির জন্য সহায়তা চেয়েছে।

ঘটনাস্থলে থাকা ফায়ার সার্ভিসের মহাপরিচালক আলী আহমেদ খান বলেন, আগুন নেভাতে তারা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে আগুন এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। কমপ্লেক্সের ছাদের ওপরে ৮-১০ জন লোক আটকে পড়েছিল। তাদের উদ্ধার করা হয়েছে।

ঘটনাস্থলে থাকা একাধিক সাংবাদিক জানান, কমপ্লেক্সের ওপরের দিকে থেকে কালো ধোঁয়ার প্রচণ্ড কুণ্ডলী বের হচ্ছে। ফায়ার সার্ভিসের সদস্যরা ক্রেনের সাহায্যে ওপরে উঠে কমপ্লেক্সের বাহির দিক থেকে ভেতরে পানি ছিটিয়ে দিচ্ছেন।

টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা ফুটেজে দেখা গেছে, বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের ভেতর থেকে বিরামহীনভাবে কালো ধোঁয়ার কুণ্ডলী বের হচ্ছে। ধোঁয়ায় পুরো এলাকা আচ্ছন্ন।

শপিং কমপ্লেক্সের নিরাপত্তার কাজে নিয়োজিত একাধিক সদস্য বলেন, লেভেল ছয়ে জুতার একটি দোকান থেকে এই আগুন লাগে বলে তাঁরা জানতে পেরেছেন। ফায়ার সার্ভিসকে জানানোর পর তাদের কয়েকটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে আরও কয়েকটি ইউনিট কাজে যোগ দেয়।

ঘটনাস্থলে থাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নজরুল ইসলাম বলেন, আগুনের খবর শুনে শপিং কমপ্লেক্সের ভেতরে থাকা লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাঁরা তাড়াহুড়ো করে বাইরে বেরিয়ে আসতে থাকেন। লোকজনকে বাইরে বের করে আনতে ফায়ার সার্ভিসের সদস্যরাও তৎপর হন।

শপিং কমপ্লেক্সের একটি দোকানের বিক্রয়কর্মী মো. হাসান বলেন, আগুন লাগার খবর পেয়ে বাইরে বেরিয়ে আসেন তিনি।

আগুন লাগার পর শপিং কমপ্লেক্সের সামনের সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। শপিং কমপ্লেক্সের আশপাশে হাজারো মানুষ জড়ো হয়েছেন। নিরাপত্তার কারণে তাঁদের সরে যেতে বলা হচ্ছে।

এর আগে ২০০৯ সালে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে আগুন লেগেছিল।
২১ আগস্ট, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে