রবিবার, ২১ আগস্ট, ২০১৬, ০৮:৫৪:২৬

গণফোরামে জিএম কাদের!

গণফোরামে জিএম কাদের!

ঢাকা : গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের সংবাদ সম্মেলনে গিয়েছিলেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের।  এ নিয়ে রাজনৈতিক অঙ্গ কানাঘোষা শুরু হয়।  তিনি ব্যক্তিগতভাবে সেখানে গিয়েছিলেন জানিয়ে জাপা মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার বলেন, এ নিয়ে বিভ্রান্তির কোনো সুযোগ নেই।

রোববার বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথ বলেন।

জাপা মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার বলেন, দলের কো-চেয়ারম্যান সম্প্রতি ড. কামাল হোসেনের একটি প্রোগ্রামে গিয়েছিলেন।  দলের নেতৃবৃন্দ বিভিন্ন সময়ে বিভিন্ন টক শো, সেমিনারে যান।  তার যাওয়াও সে রকমই ছিল।  তিনি ব্যক্তিগতভাবেই সেখানে গিয়েছিলেন।

গত ১৪ মে জাতীয় পার্টির কাউন্সিলের পর নবগঠিত প্রেসিডিয়াম কমিটির প্রথম বৈঠক হয় এদিন। প্রেসিডিয়াম বৈঠকে ছিলেন না জিএম কাদের।

জি এম কাদেরের অনুপস্থিতির কারণ প্রসঙ্গে নাম প্রকাশ না করার শর্তে এক প্রেসিডিয়াম সদস্য জানান, তিনি অসুস্থ, হাসপাতালে ভর্তি হয়েছেন।

গণমাধ্যমের খবর, কামাল হোসেনের নেতৃত্বে ‘জাতীয় ঐক্য প্রক্রিয়া’ নামে একটি নতুন রাজনৈতিক জোট গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে।  সেখানে গণফোরাম ছাড়ও জাতীয় পার্টি, বিকল্প ধারা ও নাগরিক ঐক্যসহ বিভিন্ন পেশাজীবী প্রতিনিধিরাও রয়েছেন।

শনিবার এ বিষয়ে জাতীয় প্রেসক্লাবে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।  সেখানে কামাল হোসেনের সঙ্গে জিএম কাদের, নাগরিক ঐক্যের উপদেষ্টা এসএম আকরামও উপস্থিত ছিলেন।

রোববার অনুষ্ঠিত হয় জাতীয় পার্টির প্রেসিডিয়াম কমিটির সভা।

সভায় জাতীয় পার্টির মহাসচিব বলেন, এটা নিয়ে বিভ্রান্তির কোনো সুযোগ নেই।  বিষয়টি নিয়ে প্রেসিডিয়ামে আলোচনা হয়েছে।  মাননীয় চেয়ারম্যান তার সাথে এ বিষয়ে কথা বলবেন।

কারো সঙ্গে ঐক্য করার কোনো পরিকল্পনা আপাতত আমাদের নেই বলে জানান তিনি।  দলের চেয়ারম্যান বলেছেন, আমরা এখন তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করার দিকে মনযোগ দেব।

গত ১৮ জুন জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ভারত সফরে গিয়েছিলেন।  এরপর ১ অাগস্ট দলের প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু জাপার ৭ জন সংসদ সদস্যের একটি দল নিয়ে ভারতে যান।

ওই দলে ছিলেন সংসদ সদস্য ফখরুল ইমাম, আলতাফ আলী, পীর ফজলুর রহমান, নুরুল ইসলাম, আমির হোসেন ভুইয়া এবং মোহাম্মদ নোমান।  ভারত চায় জাতীয় পার্টি একটি শক্তিশালী দল হিসেবে গড়ে উঠুক, বলেন হাওলাদার।
২১ আগস্ট,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে