ঢাকা : রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের আগুন নিয়ন্ত্রণে আসার পর রাত সাড়ে ১০টার দিকে আবারো আগুন জ্বলে ওঠে।
শপিং কমপ্লেক্সের লেভেল ছয়ের পেছনের দিকে আগুন দেখা গেছে। আজ রোববার রাত সোয়া ১০টার দিকে পেছনের দিকে আগুন দেখা যায়।
এর আগে আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে লেভেল ছয়ে আগুন লাগে। এর ১০ ঘণ্টা পর রাত ৮টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়েছিল।
ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমদ খান রাতে সাংবাদিকদের জানান, রাত ৮টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের ২৯টি ইউনিট আগুন নেভাতে চেষ্টা চালিয়েছে বলে জানান তিনি।
রাতে আলী আহমদ খান সাংবাদিকদের বলেন, বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের লেভেল ছয়ে ১০০টি দোকানের মধ্যে প্রায় ৭০ শতাংশ দোকান আংশিক বা পুরোপুরি পুড়ে গেছে।
এ ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
এদিকে আগামী বুধবারের আগে বসুন্ধরা সিটি খোলা সম্ভব হবে না বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
২১ আগস্ট,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম