ঢাকা : পুলিশ প্রশাসনকে ২৪ ঘণ্টার মধ্যে রিশা হত্যার আসামিকে গ্রেফতারে আলটিমেটাম দিয়ে সড়কে অবস্থান কর্মসূচি পালন করেছে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা।।
রাজধানীর কাকরাইল মোড়ে আজ রোববার বেলা ১১টার দিকে সড়কে অবস্থান নেয় শিক্ষার্থীরা। প্রায় এক ঘণ্টা বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করে বেলা ১২টার দিকে শিক্ষার্থীরা সড়ক ছেড়ে দেন। ফলে কাকরাইল মোড়ে যান চলাচল স্বাভাবিক হয়েছে।
আলটিমেটামের সময়ানুযায়ী আসামিকে গ্রেফতার করতে না পারলে কঠোর কর্মসূচি নেয়া হবে বলে জানায় শিক্ষার্থীরা।
চারদিন মৃত্যর সঙ্গে পাঞ্জা লড়ে আজ রোববার মারা যায় কাকরাইলে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের ছাত্রী সুরাইয়া আক্তার রিশা (১৫)।
রোববার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় রিশা।
নিহতের মামা মুন্না ও ঢামেক পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেন। তবে এ ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
৫ থেকে ৬ মাস আগে রাজধানীর এলিফ্যান্ট রোডের ইস্টার্ন মল্লিকা শপিং মলে বৈশাখী টেইলার্সে জামা বানাতে দিয়েছিল রিশা। ওই সময় সেখানে তার মোবাইল নম্বরটি দেয়া হয়েছিল। সেই নম্বর দেয়ায় জীবন গেল রিশার। এমন তথ্য এর আগে তার মা
তানিয়া হোসেন জানিয়েছিলেন।
কাকরাইলে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের সামনে ফুট ওভারব্রিজের ওপর ২৪ আগস্ট বুধবার
দুপুর সোয়া ১২টার দিকে অষ্টম শ্রেণির ছাত্রী সুরাইয়া আক্তার রিশাকে (১৫) ছুরিকাঘাত করা হয়।
গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রিশাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তার পেটের বাম পাশে ও বামহাতে ছুরিকাঘাত করা হয়।
রিশার বাসা রাজধানীর বংশালের ১০৪ সিদ্দিক বাজারে।
ওইদিন রাফি নামে একাদশ শ্রেণির এক শিক্ষার্থী ফুটওভার ব্রিজের নিচ দিয়ে যাচ্ছিলেন। এ সময় চিৎকার শুনে ফুটওভার ব্রিজের ওপরে গিয়ে রিশাকে আহতাবস্থায় দেখতে পান। এ সময় একজনকে দৌড়ে পালাতে দেখেন তিনি।
রিশাকে উদ্ধার করে প্রথমে কাকরাইল ইসলামী ব্যাংক হাসাপাতালে নেয়া হয়। পরে তাকে ঢামেকে স্থানান্তর করা হয়।
রিশার মা তানিয়া হোসেন জানিয়েছিলেন, ৫ থেকে ৬ মাস আগে রাজধানীর এলিফ্যান্ট রোডের ইস্টার্ন মল্লিকা শপিং মলে বৈশাখী টেইলার্সে জামা বানাতে দিয়েছিল রিশা। ওই সময় সেখানে তার মোবাইল নম্বরটি দেয়া হয়েছিল।
এরপর থেকে ওই দোকানের একজন কাটিং মাস্টার তার মেয়েকে প্রায়ই ফোন করে উত্ত্যক্ত করতো। পরে বাধ্য হয়ে ফোনের ওই সিমটি বন্ধ করে দেয়া হয়।
এরপর স্কুলে যাওয়া আসার পথে প্রায়ই ওই কাটিং মাস্টার তার মেয়েকে উত্ত্যক্ত করতো। ওই কাটিং মাস্টার এ ঘটনা ঘটাতে পারে বলে জানান তিনি।
ঘটনার পরদিন বৃহস্পতিবার স্কুলছাত্রীর মা তানিয়া হোসেন বাদী হয়ে রমনা থানায় একটি মামলা দায়ের করেন।
নারী ও শিশু নির্যাতন আইনের ধারায় এবং পেনাল কোডে হত্যাচেষ্টার অভিযোগ করে ওবায়দুল খান (২৯) নামে এক ব্যক্তিকে মামলায় আসামি করা হয়। আসামি ওবায়দুল ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্সের বৈশাখী টেইলার্সের কাটিং মাস্টার।
২৮ আগস্ট, ২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম