নিউজ ডেস্ক : বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র জঙ্গি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে একসঙ্গে লড়াই করবে বলে জানিয়েছেন ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। নিরাপত্তা ও সন্ত্রাসবাদ ইস্যুতে বাংলাদেশের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে বলে এক টুইট বার্তায় জানিয়েছেন তিনি।
সোমবার দুপুরে এক টুইট বার্তায় কেরি বলেন, নিরাপত্তা ইস্যুতে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে বাংলাদেশের পাশে রয়েছে যুক্তরাষ্ট্র।
অপর এক টুইট বার্তায় কেরি বলেন, বাংলাদেশের অসাধারণ একটি উন্নয়ন গল্প আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতে বেশ আনন্দিত।
এর আগে এক ঝটিকা সফরে সকালে ঢাকায় এসে পৌঁছান জন কেরি। বিমানবন্দরে নেমে সকাল সাড়ে ১১টায় ধানমণ্ডিতে বঙ্গবন্ধু জাদুঘরে শ্রদ্ধা নিবেদন করতে যান তিনি। পরে দুপুর ১২টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক শেষে দুপুর ১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন তিনি।
সোমবার দুপুর সোয়া ১২টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠককালে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী কার্যালয় শাপলায় দ্বিপক্ষীয় এই বৈঠক অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের বৈঠকের বিষয়ে অবহিত করেন।
বৈঠকে জন কেরি বলেন, যুক্তরাষ্ট্র জঙ্গি ও সন্ত্রাসবাদের ব্যাপারে তথ্যের আদান প্রদান করতে আগ্রহী। আমরা বাংলাদেশের সঙ্গে তথ্যের আদান-প্রদান করতে চাই। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র জঙ্গি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে একসঙ্গে লড়াই করবে। এ ব্যাপারে বাংলাদেশের গোয়েন্দা সংস্থার সঙ্গে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র।
এসময় প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাসবাদ একটি বৈশ্বিক সমস্যা। জঙ্গি ও সন্ত্রাসবাদ মোকাবেলায় আমরা মানুষের মধ্যে সচেতনতা তৈরির চেষ্টা করছি। মানুষ আমাদের সহায়তা করছে। তবে ধনী পরিবারের সন্তানরা জঙ্গি ও সন্ত্রাসবাদের পথে যাচ্ছে। এটা আশ্চর্যজনক।
বৈঠকে যুক্তরাষ্ট্রে পালিয়ে থাকা বঙ্গবন্ধুর খুনিদের ফেরত আনার ব্যাপারে কেরির কাছে প্রস্তাব দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ব্যাপারে কেরি বলেন, ‘আমি আপনার স্বজন হারানোর কষ্ট বুঝি। বিষয়টি যুক্তরাষ্ট্র সরকারের পর্যালোচনার মধ্যে রয়েছে।’
কেরির সফরসূচির মধ্যে সুশীল সমাজ ও তরুণ সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়, মিরপুরে গার্মেন্ট কারখানা পরিদর্শন, জাতীয় সংসদের বিরোধীদলীয় নেত্রী রওশন এরশাদ এবং সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠকের কথা রয়েছে। সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে বিশেষ ফ্লাইটে কেরির নয়াদিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করার কথা।
২৯ আগস্ট, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম