সোমবার, ২৯ আগস্ট, ২০১৬, ০৫:১১:০৮

বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রশংসায় জন কেরি

বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রশংসায় জন কেরি

ঢাকা : ৯ ঘণ্টার ঝটিকা সফরে ঢাকায় আসেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।  ঢাকায় এসে সোমবার সকাল ১১টা ৪৫ মিনিটে ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন তিনি।

ঢাকায় পৌঁছানোর পর হোটেলে বিশ্রাম নিয়ে ধানমণ্ডিতে যান তিনি।  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান জন কেরি।
 
বঙ্গবন্ধু জাদুঘরের ডিজিটাল মন্তব্যের খাতায় কেরি লেখেন, সহিংস ও ভীতু এক কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশের মানুষের কাছ থেকে তাদের অসাধারণ জ্ঞানসমৃদ্ধ ও উদ্দীপনাময় এক নেতাকে কেড়ে নেয়া হয়েছে।

‌‘কিন্তু আজ বাংলাদেশ আবারো বঙ্গবন্ধুর আদর্শে তারই মেয়ের নেতৃত্বে বেড়ে উঠছে।  বাংলাদেশের জন্য তার স্বপ্ন পূরণের পথে বন্ধু ও সমর্থক হতে পেরে যুক্তরাষ্ট্র গর্বিত।  

শান্তি ও সমৃদ্ধির লক্ষ্যে একত্রে কাজ করে যাবার বিষয়ে আমরা আশাবাদী’।
 
এ সময় সেখানে জন কেরিকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এবং শেখ রেহানার ছেলে রেদওয়ান মুজিব সিদ্দিক।  

এর আগে জন কেরি বিশেষ বিমানে সকাল সোয়া ১০টার দিকে ঢাকা পৌঁছেন।
২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে