সোমবার, ২৯ আগস্ট, ২০১৬, ০৬:২৩:২২

কেরির সঙ্গে খালেদার ৪০ মিনিটের বৈঠক

কেরির সঙ্গে খালেদার ৪০ মিনিটের বৈঠক

ঢাকা : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে প্রায় ৪০ মিনিট বৈঠক করেন ঢাকায় সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।

সোমবার বিকেল সাড়ে ৪টা থেকে ৫টা ১০ মিনিট পর্যন্ত মার্কিন দূতাবাসে এ বৈঠক হয়।

বৈঠকে কোন কোন বিষয়ে আলোচনা হয়েছে তা আনুষ্ঠানিকভাবে জানায়নি দলটি।  পরে সংবাদ সম্মেলনে করে এ বিষয়ে জানানো হবে জানা গেছে।

বৈঠকে খালেদার সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও উপদেষ্টা সাবিহ উদ্দীন ও বিশেষ সহকারী শামছুর রহমান শিমুল বিশ্বাস।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি সোমবার সকালে ঢাকায় পৌঁছেন।  এরই মধ্যে তিনি প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন।

সন্ধ্যায় নয়াদিল্লির উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন তিনি।
২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে