ঢাকা : একদিনের ঝটিকা সফর শেষে ঢাকা ছাড়লেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। তিনি দিল্লির উদ্দেশ্যে বিশেষ বিমানে বিকেল সাড়ে ৫টার পর ঢাকা ত্যাগ করেন।
পররাষ্ট্র সচিব এম শহীদুল হক তাকে বিমানবন্দরে বিদায় জানান।
২০১২ সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের সফরের চার বছর পর যুক্তরাষ্ট্রের কোনো পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফর করলেন।
সোমবার সকালে তিনি ঢাকা পৌঁছলে পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী তাকে বিমানবন্দরে অভ্যর্থনা জানান।
সফরকালে জন কেরি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলীর সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করেন।
এরপর বিকেলে বিরোধীদলীয় নেত্রী রওশন এরশাদের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।
বিদায় নেয়ার আগে বারিধারায় মার্কিন দূতাবাসে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন তিনি।
সোমবার বিকেল সাড়ে ৪টা থেকে ৫টা ১০ মিনিট পর্যন্ত মার্কিন দূতাবাসে এ বৈঠক হয়।
বৈঠকে কোন কোন বিষয়ে আলোচনা হয়েছে তা আনুষ্ঠানিকভাবে জানায়নি দলটি। পরে সংবাদ সম্মেলনে করে এ বিষয়ে জানানো হবে জানা গেছে।
বৈঠকে খালেদার সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও উপদেষ্টা সাবিহ উদ্দীন ও বিশেষ সহকারী শামছুর রহমান শিমুল বিশ্বাস।
২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম