সোমবার, ২৯ আগস্ট, ২০১৬, ০৭:৩৪:৫০

নির্বাচন ইস্যু নিয়েও আলোচনা হয়েছে : মির্জা ফখরুল

 নির্বাচন ইস্যু নিয়েও আলোচনা হয়েছে : মির্জা ফখরুল

ঢাকা : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে প্রায় ৪০ মিনিট বৈঠক করেন ঢাকায় সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।

সোমবার বিকেল সাড়ে ৪টা থেকে ৫টা ১০ মিনিট পর্যন্ত মার্কিন দূতাবাসে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে খালেদার সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও উপদেষ্টা সাবিহ উদ্দীন ও বিশেষ সহকারী শামছুর রহমান শিমুল বিশ্বাস।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সঙ্গে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বৈঠকে বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার, জঙ্গি ও সন্ত্রাসবাদ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৈঠকের পর গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবন 'ফিরোজা'র সামনে উপস্থিত সাংবাদিকদের বৈঠক সম্পর্কে অবহিত করেন মির্জা ফখরুল।

তিনি বলেন, দেশের গণতন্ত্র, মানবাধিকার, জঙ্গিবাদ ও সন্ত্রাসের পাশাপাশি আইনের শাসন সম্পর্কে আলোচনা হয়েছে।

বিএনপি মহাসচিব বলেন, তারা গণতন্ত্র  ও আইনের শাসন প্রতিষ্ঠায় বাংলাদেশকে সহযোগিতা করতে চায়।

নির্বাচন নিয়ে আলোচনা হয়ে কি-না এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে।

জন কেরির সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্ট সাবিহ উদ্দিন আহমেদ প্রমুখ।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি সোমবার সকালে ঢাকায় পৌঁছেন।  তিনি প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন।

বিকেল ৫ টার পর নয়াদিল্লির উদ্দেশ্যে ঢাকা ছাড়েন তিনি।
২৯ আগস্ট, ২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে