নিউজ ডেস্ক : ৯ ঘণ্টার ঝটিকা সফরে ঢাকা এসেছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। সফরকালে জন কেরি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলীর সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করেন।
এরপর বিকেলে বিরোধীদলীয় নেত্রী রওশন এরশাদের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।
বিদায় নেয়ার আগে বারিধারায় মার্কিন দূতাবাসে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন জন কেরি।
ঢাকা এডওয়ার্ড কেনেডি সেন্টারে নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গেও কথাবার্তা বলেন তিনি।
এ সফর নিয়ে উচ্ছ্বসিত জন কেরি। সেটা প্রকাশ করেছেন টুইটারে। এক টুইট বার্তায় কেরি বাংলাদেশের উন্নয়নকে ‘অসাধারণ গল্প’ বলে আখ্যায়িত করেছেন।
টুইটারে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে করমর্দনের এক ছবি পোস্ট করে কেরি লিখেছেন, ‘বাংলাদেশে রয়েছে উন্নয়নের অসাধারণ এক গল্প। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আজ সাক্ষাৎ করে আমি আনন্দিত।’
আরেক টুইট বার্তায় কেরি লিখেছেন, ‘নিরাপত্তা ইস্যু এবং সহিংস কট্টরপন্থার বিরুদ্ধে আমাদের দৃঢ় সহযোগিতার বিষয়সহ বাংলাদেশে আজ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।’
বিকেলে নয়াদিল্লির উদ্দেশ্যে ঢাকা ছাড়েন তিনি।
২৯ আগস্ট, ২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম