মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০১৬, ১২:১৩:৩৪

মিথ্যা সাক্ষ্যে রায় : খন্দকার মাহবুব

মিথ্যা সাক্ষ্যে রায় : খন্দকার মাহবুব

নিউজ ডেস্ক : জামায়াত নেতা মীর কাসেম আলীর প্রধান আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলেছেন, মিথ্যা সাক্ষী, মিথ্যা অভিযোগের ভিত্তিতে অসহায়ভাবে আদালত রায় দিয়েছেন। আদালতের কিছু করার ছিল না। আদালত যেভাবে তথ্য পেয়েছেন সেভাবেই রায় দিয়েছেন।

মঙ্গলবার সকালে শতাধিক আইনজীবী, মুক্তিযোদ্ধা, দেশের বিশিষ্ট ব্যক্তি, দেশি-বিদেশি সংবাদকর্মীর উপস্থিতিতে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার নেতৃত্বধানী পাঁচ সদস্যের আপিল বেঞ্চ মীর কাসেমের রিভিউ আবেদন খারিজের আদেশ দেন। এর ফলে সর্বোচ্চ সাজাই বহাল থাকলো মীর কাসেমের।

রায় ঘোষণার পর নিজের প্রতিক্রিয়ায় খন্দকার মাহবুব বলেন, মীর কাসেম জসিম হত্যার সঙ্গে সরাসরি জড়িত না। আমাদের আশা ছিল এ অভিযোগ থেকে তিনি খালাস পাবেন।  কিন্তু মিথ্যা সাক্ষের উপর আদালত রায় দিয়েছেন।
৩০ আগস্ট, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে