নিউজ ডেস্ক: আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, বঙ্গবন্ধু হত্যা মামলার আসামি রাশেদ চৌধুরীকে বাংলাদেশে ফেরৎ পাঠানোর ব্যাপারে দেশে ফিরেই ব্যবস্থা নেবেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। মঙ্গলবার সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
আইনমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ভাবমূর্তি বিশ্ব-দরবারে এমন জায়গায় নিয়েছেন, যার স্বীকৃতি হিসেবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বঙ্গবন্ধুর ৩২ নম্বর বাড়ি পরিদর্শন করেন। এর আগে এমনটা ঘটেনি। এটা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সম্মানের আসনে যাওয়ার একটি ফসল।’ তিনি বলেন, ‘জন কেরি গতকাল বলে গেছেন, বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্র গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায়।’
আইনমন্ত্রী বলেন, ‘যুক্তরাষ্ট্রে পালিয়ে থাকা বঙ্গবন্ধু হত্যা মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি রাশেদ চৌধুরীকে বাংলাদেশে ফেরৎ পাঠাতে জন কেরিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুরোধ করেছেন। সেই সূত্র ধরে আমিও রাশেদ চৌধুরীকে ফেরত পাঠাতে জন কেরিকে অনুরোধ করি। তার জবাবে তিনি বলে গেছেন, দেশে ফিরেই এ বিষয়ে তিনি ব্যবস্থা নেবেন।’
আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল বর্তমান ভবন থেকে সরিয়ে নিতে সুপ্রিম কোর্টের চিঠির প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘এখানে জনগণের ইচ্ছা প্রতিফলিত হবে।’
আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে মীর কাসেমের মামলার সঙ্গে যে পাঁচজন প্রসিকিউশন আছেন, তারা অভিজ্ঞ নন, প্রধান বিচারপতি এবং অ্যাটর্নি জেনারেলের এমন মন্তব্যের জবাবে আনিসুল হক বলেন, ‘যেহেতু প্রধান বিচারপতি অভিযোগ করেছেন, সেহেতু এটি খতিয়ে দেখতে হবে। প্রধান বিচারপতি সাংবিধানিক পদ। তিনি যেহেতু এ অভিযোগ করেছেন, সেহেতু কোনও না কোনও কারণ নিশ্চয়ই আছে। সে ক্ষেত্রে বিষটি খতিয়ে দেখতে হবে।’-বাংলা ট্রিবিউন
৩০ আগস্ট, ২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস