নিউজ ডেস্ক : ফাঁসির দড়ি থেকে মাত্র একধাপ দূরে একাত্তরে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডে দণ্ডিত জামায়াত নেতা মীর কাসেম আলী। তার সামনে এখন রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাওয়ার সুযোগ রয়েছে। রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইলে তিনি যদি নাকচ করে দেন তাহলে তার মৃত্যুদণ্ড কার্যকরে প্রক্রিয়া শুরু করবে কারা কর্তৃপক্ষ। রাষ্ট্রপতির কাছে যদি তিনি প্রাণভিক্ষা না চান তাহলে তার মৃত্যুদণ্ড যেকোনোদিন কার্যকরে আর কোনো বাধা রইল না।
মীর কাসেম আলীর মৃত্যুদণ্ড বহাল রেখে রিভিউ আবেদন খারিজ করে দেয়ার পর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, তিনি রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা না চাইলে রায় বাস্তবায়ন প্রক্রিয়ার কার্যক্রম শুরু হবে। যেকোনো দিন তা কার্যকর করা হবে।
আজ মঙ্গলবার প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চে মীর কাসেম আলীর মৃত্যুদণ্ড বহাল রেখে রিভিউ আবেদন খারিজ করে এ রায় দেন।
বেঞ্চের অন্য সদস্যরা হলেন বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মোহাম্মদ বজলুর রহমান।
প্রসঙ্গত, ট্রাইব্যুনাল মীর কাসমেরে বিরুদ্ধে আনা ১১ ও ১২ নম্বর অভিযোগে মৃত্যুদণ্ডাদেশ দিলেও আপিলে ১১ নম্বর অভিযোগে মৃত্যুদণ্ডাদেশ দেয়া হয়।
২০১৪ সালের ২ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে মীর কাসেমকে মৃত্যুদণ্ড দেয়া হয়। এরপর গত ৮ মার্চ আপিলের ওই সাজাই বহাল থাকে।
৬ জুন পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর তা পুনর্বিবেচনার জন্য ১৯ জুন আবেদন করেন মীর কাসেম আলী।
৩০ আগস্ট,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম