ঢাকা : বখাটে কাটিং মাস্টারের ছুরিকাঘাতে নিহত স্কুলছাত্রী সুরাইয়া আক্তার রিশার হত্যাকারীকে গ্রেফতার ও বিচার দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। ১ সেপ্টেম্বর বৃহস্পতিবার সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বাইরে মানববন্ধন কর্মসূচি পালিত হবে।
এ কথা জানিয়েছেন উইলস লিটল ফ্লাওয়ার কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয়বর্ষের শিক্ষার্থী ও আন্দোলনের মুখপাত্র কাজী তৌহিদ।
একইসঙ্গে আজকের মতো সড়ক অবরোধ প্রত্যাহার করেছেন তারা। মঙ্গলবার সকাল থেকে তৃতীয়দিনের মতো কাকরাইল মোড়ে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। আজকের আন্দোলনে যোগ দিয়েছিলেন রিশার বাবা-মা-ও।
বৃহস্পতিবার সারাদেশে মানববন্ধন কর্মসূচি ছাড়াও নতুন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এর মধ্যে রয়েছে বুধবার বেলা ১১টায় উইলস লিটল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে শোকসভা।
১ সেপ্টেম্বরের মধ্যে রিশার হত্যাকারীকে গ্রেফতার করতে না পারলে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানিয়েছেন তৌহিদ।
রিশার হত্যাকারীকে গ্রেফতার করা হবে- পুলিশের পক্ষ থেকে এমন আশ্বাস পেয়ে বেলা পৌনে ৩টার দিকে সড়ক ছাড়ে উইলস লিটলের শিক্ষার্থীরা।
৩০ আগস্ট,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম