ঢাকা : রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করছে।
মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্তব্যরত কর্মকর্তা মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, কুর্মিটোলা জেনারেল হাসপাতালের পাঁচ তলায় আগুনের সূত্রপাত হয়েছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করছে বলে জানান তিনি।
তবে হাসপাতালের ভেতর কোনো রোগী আটকা পড়ে আছে কি-না সে ব্যাপারে বিস্তারিত জানাতে পারেননি তিনি।
৩০ আগস্ট,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম