বুধবার, ৩১ আগস্ট, ২০১৬, ০২:০৯:৫৭

রিশা হত্যা : ‘খুনি’ ওবায়দুল এখনো অধরা

রিশা হত্যা : ‘খুনি’ ওবায়দুল এখনো অধরা

নিউজ ডেস্ক : রাজধানীর কাকরাইলে উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী সুরাইয়া আক্তার রিশাকে (১৪) হত্যার প্রতিবাদে গতকাল আবারও বিক্ষোভ সমাবেশ করেছে একই স্কুলের শিক্ষার্থীরা। ঘটনার ছয় দিন পেরিয়ে গেলেও মামলার আসামি ওবায়েদকে এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ।

এদিকে দিনাজপুরের বীরগঞ্জে রিশার খুনি ওবায়েদের বোন মোছা. খাদিজা বেগম (৩৬) ও দুলাভাই মো. খাদেমুল ইসলামকে (৪৬) আটকের পর ছেড়ে দিয়েছে পুলিশ। তার কিছুক্ষণ আগে পুলিশের হাতছাড়া হয় ওবায়েদ। সোমবার দুপুর পর্যন্ত লাটেরহাট বাজারে তাকে দেখা গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

এর আগে স্কুলের সামনে শিক্ষার্থীদের সমাবেশে এসে রিশার সন্দেহভাজন খুনি ওবায়েদকে ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতারের প্রতিশ্রুতি দিয়েছিলেন রমনা বিভাগের পুলিশের সহকারী কমিশনার শিবলী নোমান। এ সময় তিনি শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ারও অনুরোধ জানান।

প্রতিশ্রুতির ৩২ ঘণ্টা পার হলেও তা পূরণ করতে পারেনি পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল রিশার খুনির গ্রেফতার দাবিতে কাকরাইলে বিক্ষোভ সমাবেশ করেন স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকরা। বেলা সাড়ে ১১টার দিকে কাকরাইল মোড় থেকে নাইটিঙ্গেল মোড় পর্যন্ত সড়ক অবরোধ করে তারা এ কর্মসূচি পালন করেন। এ ঘটনায় আশপাশের সড়কগুলোয় সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। শিক্ষার্থীদের তৃতীয় দিনের এ আন্দোলনে আশপাশের সড়কগুলোয় দেখা দেয় তীব্র যানজট।

শিক্ষার্থীরা রিশার হত্যাকারীর বিচার দাবিতে ‘এক দফা এক দাবি, রিশা হত্যার বিচার চাই, উই ওয়ান্ট জাস্টিস’ ইত্যাদি সংবলিত প্লাকার্ড হাতে নিয়ে স্লোগান দেয়। এ সময় তাদের সঙ্গে নটর ডেম কলেজ, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, হবিবুল্লাহ বাহার কলেজ, খিলগাঁও সরকারি উচ্চবিদ্যালয়, মতিঝিল সরকারি উচ্চবিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও অংশ নেয়। ]

যতক্ষণ পর্যন্ত রিশার হত্যাকারীকে আইনের আওতায় না আনা হবে ততক্ষণ তারা রাজপথে অবস্থান করার ঘোষণা দিয়েছে। দ্রুত খুনিকে গ্রেফতার করা না হলে আগামীকাল বৃহস্পতিবার সারা দেশের স্কুলে ক্লাস বয়কট করে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছে অভিভাবক ফোরাম। বিক্ষোভে অভিভাবক সমাবেশে ফোরামের সদস্যসচিব আঞ্জুমান আরা বলেন, ‘খুনিকে যতক্ষণ না গ্রেফতার করা হবে ততক্ষণ আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে। তবে আজ বুধবার হরতালের কারণে রাস্তায় কোনো বিক্ষোভ সমাবেশ করা হবে না।’

আহ্বায়ক শামীমা আক্তার বলেন, ‘আমরা মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত সময় দিয়েছি। এর মধ্যে যদি অভিযুক্ত খুনিকে গ্রেফতার করা না হয় তাহলে আগামীকাল বৃহস্পতিবার সারা দেশে স্কুল শিক্ষার্থীদের ক্লাস বয়কট করে মানববন্ধন কর্মসূচি পালনের আহ্বান জানানো হবে।’ এ ছাড়াও আজ স্কুলে রিশার জন্য মিলাদ মাহফিল ও শোক-স্মরণসভা করা হবে বলেও জানান তিনি। রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মারুফ হোসেন সরদার জানান, আসামি ওবায়েদ যেন দেশ ছেড়ে পালাতে না পারে সেজন্য ইমিগ্রেশনে চিঠি দেওয়া হয়েছে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিষয়টি দেখা হচ্ছে। আসামি ধরতে সব ধরনের চেষ্টা চালানো হচ্ছে বলেও জানান তিনি।

পুলিশের একটি সূত্র জানিয়েছে, আসামি ওবায়েদের গ্রামের বাড়ি দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মোহনপুর ইউনিয়নের মিরাটঙ্গি। তাকে ধরতে রমনা বিভাগের একজন এডিসির নেতৃত্বে একটি টিম কাজ করছে। এদিকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে আসামিকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করার আলটিমেটাম দিয়েছে অভিভাবক ঐক্য ফোরাম।

ফোরামের সভাপতি মো. জিয়াউল কবির দুলু ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. সেলিম উদ্দিন যৌথ বিবৃতিতে বলেছেন, দর্জি ওবায়েদকে নির্দিষ্ট সময়ে গ্রেফতার করা না হলে ১ সেপ্টেম্বর শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে রাজধানীর সব স্কুলে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে। - বিডি প্রতিদিন

৩১ আগস্ট, ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে