ঢাকা : পবিত্র ঈদুল আজহার দিন সকালে বৃষ্টির মধ্যে রাজধানীর পল্টনের একটি ভবনে আগুন লেগেছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে নূরজাহান শরীফ প্লাজা নামে নয় তলা ভবনটির সপ্তম তলা থেকে ধোঁয়া বের হতে দেখা যায়।
আগুন নেভাতে সেখানে কাজ করছে অগ্নি নির্বাপক বাহিনীর দুটি ইউনিট। বায়তুল মোকাররমের উত্তর ফটকের বিপরীত দিকে ওভারব্রিজ সংলগ্ন গলিতে এই ভবনটির অবস্থান। এটি আজাদ প্রোডাক্টস গলি নামে পরিচিত।
বাণিজ্যিক এই ভবনে পদ্মা লাইফ ইন্সুরেন্সের আঞ্চলিক কার্যালয় রয়েছে। কী কারণে আগুন লেগেছে কিংবা ক্ষয়ক্ষতি কী হয়েছে তা এখনো জানা যায়নি।
১৩ সেপ্টেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি