মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৬, ১০:৫০:১২

‘হান্নান শাহ্’র ধমনীতে বসানো হয়েছে ৪টি রিং’

‘হান্নান শাহ্’র ধমনীতে বসানো হয়েছে ৪টি রিং’

নিউজ ডেস্ক : ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতাল ( সিএমএইচ) থেকে সিঙ্গাপুরে র‌্যাফেলস হার্ট সেন্টারে চিকিৎসাধীন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ।  হান্নান শাহ্’র হৃদযন্ত্রে এনজিওপ্লাস্টি হয়েছে।

তার ছোট ছেলে শাহ্ রিয়াজুল হান্নান মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বাবার হৃদযন্ত্রের ধমনীতে যে কয়েকটি ব্লক সৃষ্টি হয়েছিল, সেখানে চারটি রিং বসানো হয়েছে।
এখন তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন।

গত ১১ সেপ্টেম্বর রাত ১২টায় এয়ার অ্যাম্বুলেন্সে করে হান্নান শাহকে সিঙ্গাপুরে নেয়া হয়।  তার ছোট ছেলে শাহ্ রিয়াজুল হান্নান ও মেয়ে শারমিন হান্নান সুমিও সেখানে আছেন।  

গত ৬ সেপ্টেম্বর সকাল সাড়ে ৮টার দিকে মহাখালী ডিওএইচএসের বাসা থেকে নিম্ন আদালতে হাজিরা দিতে বেরুনোর সময় হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন হান্নান শাহ্।

তাকে দ্রুত সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়।  সেখানে কয়েকদিন রাখার পর চিকিৎসকদের পরামর্শে তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়।

৭৭ বছর বয়সী বিএনপির এই নেতা চারদলীয় জোট সরকারের পাটমন্ত্রী ও সংসদ সদস্য ছিলেন।
১৩ সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে