ঢাকা : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশে ফিরবেন ২১ সেপ্টেম্বর। হজের সব আনুষ্ঠানিকতা শেষ করে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত সৌদি বাদশার রাজকীয় অতিথি হিসেবে সেখানেই অবস্থান করবেন তিনি।
এরপর ২০ সেপ্টেম্বর দেশের উদ্দেশ্যে রওনা দিয়ে ঢাকায় পৌঁছবেন ২১ সেপ্টেম্বর।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবির খান মঙ্গলবার সকালে সাংবাদিকদের এ তথ্য জানান।
হজের আনুষ্ঠানিকতা পালনে মিনায় (মুজদালিফায়) আছেন তিনি। তার সঙ্গে রয়েছেন বড় ছেলে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, ছেলের বউ জোবায়দা রহমান ও নাতনি জাইমা রহমান।
১৪ সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম