বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৬, ০৫:৩২:২৩

আজ সড়ক দুর্ঘটনায় নিহত ১৬

আজ সড়ক দুর্ঘটনায় নিহত ১৬

নিউজ ডেস্ক : রাজধানীসহ বিভিন্ন জেলায় দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৬ জন।  দিনাজপুর, লালমনিরহাট, জামালপুর, সিরাজগঞ্জ, সীতাকুণ্ড ও ঠাকুরগাঁয়ে ঈদের পরদিন সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ১৬ জন।

এদের মধ্যে রাজধানী ঢাকার শেওড়াপাড়ায় দম্পতি, দিনাজপুরে ৪ জন, ঠাকুরগাঁওয়ে ৩ জন এবং চট্টগ্রাম মহানগরীতে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও সীতাকুণ্ডে ২ জন নিহত হয়েছেন।

রাজধানীতে দম্পতির মৃত্যু

রাজধানীর শেওড়াপাড়া বাসস্ট্যান্ডের পাশে হাজী আশরাফ আলী মার্কেটের সামনে দ্রুতগতির একটি প্রাইভেট কারের ধাক্কায় আতাউর রহমান (৭০) ও তার স্ত্রী রওশন আরা (৬০) নামে এক দম্পতির মৃত্যু হয়েছে।  আজ বুধবার ভোরে এ দুর্ঘটনা ঘটে।  

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই গাড়িতে থাকা তিন যুবক কাজীপাড়ার দিক থেকে আসছিল।  তারা মদ্যপ অবস্থায় ছিলেন।  গাড়ির ভেতর থেকে মদের একটি অক্ষত বোতল এবং কয়েকটি ভাঙাচোরা বোতল পাওয়া গেছে।

তাদের ছেলে রায়হান জানান, কোরবানির মাংস দিতে মেয়ের বাসা মোহাম্মদপুর যাচ্ছিলেন তার মা-বাবা।

কাফরুল থানার উপপরিদর্শক (এসআই) ফেরদৌস বলেন, ঘটনাস্থলে কোনো ট্রাফিক পুলিশ ছিল না।  নিহত দম্পতির লাশ দাফনের পর পরিবারের পক্ষ থেকে মামলা করা হবে।

দিনাজপুরে বাস উল্টে নিহত ৪

দিনাজপুর সদর উপজেলায় বাস উল্টে নারী ও শিশুসহ চারজন নিহত হয়েছেন।  আহত হয়েছেন অন্তত ৪৫ জন। বুধবার বেলা ২টার দিকে উপজেলার উত্তর গোসাইপুর এলাকায় দিনাজপুর-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে দিনাজপুর কোতয়ালি থানার ওসি রেদওয়ানুর রহিম জানান।

নিহতদের মধ্যে এক নারী ও শিশু রয়েছে।  তবে তাদের বিস্তারিত পরিচয় জানাতে পারেননি ওসি। ওসি বলেন, ঘটনাস্থলেই দুজন এবং হাসপাতালে নেয়ার পর চার বছরের এক শিশু ও এক নারীর মৃত্যু হয়। আহত ৩৩ জনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

ট্রেনে কাটা পড়ে নিহত ১

রেললাইনে বসে হেডফোনে গান শুনছিলেন শরিফুল ইসলাম (১৮)। এ সময় বুড়িমারীগামী করতোয়া এক্সেপ্রেসে ট্রেনটি হর্ণ বাজালেও তা শুনতে পাননি তিনি।  অবশেষে ট্রেনের নিচে কাটা পড়ে প্রাণ হারান তিনি।  

লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার হাজরানীয়া এলাকায় আজ ভোরে এ ঘটনা ঘটে। সকালে পরিবারের লোকজন লাশটি উদ্ধার করে নিজ বাড়ি নিয়ে গেছে।  নিহত শরিফুল উপজেলার মদাতী ইউনিয়নের হাজরানীয়া গ্রামের সাইদুল ইসলামের ছেলে।  তিনি এলাকায় মুদি ব্যবসা করতেন।

জামালপুরে সড়ক দুর্ঘটনায় ২ শিশুর মৃত্যু

জেলার দেওয়ানগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই শিশুর মৃত্যু হয়েছে।  তারা হলো দেওয়ানগঞ্জ উপজেলার মদনেরচর গ্রামের ইজ্জত আলীর মেয়ে রুপা (১০) ও একই গ্রামের আমিরুলের মেয়ে আম্বিয়া (৯)।  এ ঘটনায় আরো ৭ জন আহত হয়েছেন।  তাদের জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, উপজেলার সানন্দবাড়ী থেকে একটি লেগুনা দেওয়ানগঞ্জ যাচ্ছিল।  পথিমধ্যে বাহাদুরাবাদ ইউনিয়নের পোল্যাকান্দি ব্রিজ এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে লেগুনাটি রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই শিশু দুটির মৃত্যু হয়।

দেওয়ানগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাছিনুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল থেকে দুই শিশুর লাশ উদ্ধার করেছে।  লেগুনাটির চালক পালিয়ে গেছে।  এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

উল্লাপাড়ায় কনস্টেবল নিহত

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় একজন কনস্টেবল নিহত হয়েছেন। আজ বুধবার সকাল ছয়টার দিকে উল্লাপাড়া রেলস্টেশন বাসস্ট্যান্ড এলাকায় সড়ক ও জনপথ বিভাগের কার্যালয়ের সামনে বগুড়া-নগরবাড়ী সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কনস্টেবলের নাম মো. আবু মুসা (৩৫)।  তিনি পাবনা জেলার সাঁথিয়া থানার আফরা গ্রামের আকুল হোসেন প্রামাণিকের ছেলে।  মুসা ছুটি থেকে কর্মস্থলে ফিরছিলেন।  তিনি সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) গাড়িচালক হিসেবে কর্মরত ছিলেন।

উল্লাপাড়া থানার ওসি দেওয়ান কওশিক আহম্মেদ জানান, মুসা ঈদের ছুটি শেষে নিজ বাড়ি পাবনার সাঁথিয়া থেকে তার কর্মস্থল সিরাজগঞ্জ সদর থানার উদ্দেশ্যে মোটরসাইকেলে করে রওনা হন।  সকাল ছয়টার দিকে উল্লাপাড়া রেলস্টেশন এলাকায় বগুড়া-নগরবাড়ী সড়কে পেছন থেকে একটি ট্রাক তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়।  রাস্তার পাশে রাখা একটি লরির সঙ্গে সজোরে ধাক্কা খেয়ে গুরুতর আহত হন তিনি।  স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উল্লাপাড়ার ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেয়ার পথে মারা যান।  এ ঘটনায় হাটিকুমরুল হাইওয়ে থানায় একটি মামলা হয়েছে।

সীতাকুণ্ডে নিহত ২

চট্টগ্রামের সীতাকুণ্ডে মিনিবাস ও ট্রাকের সংঘর্ষে এক নারীসহ দুজন নিহত হয়েছেন। আজ বুধবার সকালে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের মদনহাট বগুলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  নিহতরা হলেন- গারো সম্প্রদায়ের (উপজাতি) নারী পলিনা (৩০) ও সমলাল (৪০)।

নেত্রকোনা জেলার কমলাকান্দা উপজেলার বড়মনগড়া গ্রামের বাসিন্দা পলিমা স্বামীর সঙ্গে সীতাকুণ্ডের কুমিরায় থাকতেন। সমলাল পটুয়াখালীর বাউফল উপজেলার বাসিন্দা।  

হাইওয়ে পুলিশে বারো আউলিয়া থানার ওসি সালেহ আহমদ পাঠান জানান, কুমিরা থেকে ছেড়ে যাওয়া শহরমুখী ৭ নম্বর মিনিবাস সকাল সোয়া ৬টার দিকে শীতলপুর বগুলা বাজার এলাকা যাত্রী তোলার সময় পিছন থেকে হঠাৎ একটি ট্রাক সজোরে ধাক্কা দেয়। এতে বাসের পেছনের আসনের যাত্রী পলিমা ও ট্রাকে থাকা সমলাল ঘটনাস্থলে নিহত হয় বলে জানান তিনি।

ঠাকুরগাঁওয়ে নিহত ৩

ঠাকুরগাঁওয়ে সদর উপজেলার খোচাবাড়ি এলাকায় বাস-পিকআপ সংঘর্ষে এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। আজ দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার রাজবাড়ী গ্রামের রমজান আলী (৬০), একই গ্রামের গাফ্ফার আলী (৬০) ও বীরগঞ্জ উপজেলার প্রাণনগর গ্রামের রোজিনা আক্তার (২২)।

ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মশিউর রহমান জানান, ঠাকুরগাঁও থেকে ছেড়ে যাওয়া দিনাজপুরগামী একটি বাস খোচাবাড়ি এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি পিকআপ ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে দুইজন মারা যান। পরে সদর হাসপাতালে নিয়ে গেলে আরো একজন মারা যান।

লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

চট্টগ্রাম মহানগরীতে নিহত ১

চট্টগ্রাম মহানগরীরর দামপাড়া এমএম আলী সড়কে একটি প্রাইভেটকারের ধাক্কায়  জাহিল হোসেন (২২) নামে আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র নিহত হয়েছেন।
 
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল হুদা জানান, মঙ্গলবার রাতে এমএম আলী সড়কের এশিয়ার উইমেন ইউনিভার্সিটির সামনে একটি প্রাইভেটকারএকটি রিকশাকে ধাক্কা দেয়। এ সময় রিকশাযাত্রী জাহিল ও তার বন্ধু রায়হান (২২) এবং রিকশাচালক আবদুল হামিদ (৩৫) গুরুতর আহত হন।
 
তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জাহিলকে মৃত ঘোষণা করেন চিকিৎসক বলে জানান ওসি।
১৪ সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে