বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৬, ১০:২২:০২

সাবেক স্ত্রীকে অন্য পুরুষের মোটরসাইকেলে দেখে স্বামীর আত্মহত্যা

সাবেক স্ত্রীকে অন্য পুরুষের মোটরসাইকেলে দেখে স্বামীর আত্মহত্যা

ঢাকা : রাজধানীর সায়েদাবাদ এলাকায় অন্য পুরুষের মোটরসাইকেলে সাবেক স্ত্রীকে দেখে আত্মহত্যা করেছেন সাবেক স্বামী।  সাইফ উদ্দিন (৩০) নামে এক ব্যক্তি সাবেক স্ত্রীর শোকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে দাবি করেছে তার পরিবারের সদস্যরা।

আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে ১৪ বুধবার  সেপ্টেম্বর বিকেল ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

নিহতের বড় ভাই সিরাজ উদ্দিন বলেন, প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়ে যাওয়ার পর সাইফ ফের বিয়ে করেন।  চার-পাঁচ মাস আগে দ্বিতীয় স্ত্রীর সঙ্গেও তার বিচ্ছেদ হয়ে যায়।

এরপর দ্বিতীয় স্ত্রীকে অন্য এক ব্যক্তির সঙ্গে মোটরসাইকেলে ঘুরতে দেখে সাইফ খুব কষ্ট পায়। তাকে বোঝাতে চেষ্টা করি, বিচ্ছেদ হয়ে যাওয়ার পর সে যার সঙ্গে ইচ্ছা ঘুরতে পারে।

‘তারপরও অভিমানে সাইফ সিলিং ফ্যানের সঙ্গে দড়ি পেঁচিয়ে গলায় ফাঁস দেয়।  তাকে দ্রুত উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়’।

মেডিকেল ক্যাম্প পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়‍া বলেন, সাইফ উদ্দিনের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
১৪ সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে