নিউজ ডেস্ক : কানাডা ও যুক্তরাষ্ট্র সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বল্প সময়ের জন্য লন্ডনে অবস্থান করেন। যাত্রা বিরতির সময় প্রধানমন্ত্রী তার ভাগনি টিউলিপ সিদ্দিকীর পরিবারের সঙ্গে সময় কাটান। টিউলিপ সিদ্দিকের মেয়ে আজলিয়ার জন্য তিনি রেখেছিলেন বাড়তি সময়।
লন্ডনে তাকে ফুলেল শুভেচ্ছা জানানোর জন্য ইউরোপের বিভিন্ন দেশ থেকে নেতাকর্মীরা তার অনুমতি চেয়েছিলেন।
হাতে অল্প সময় থাকার কারণে তাদের না আসার অনুরোধ করেন প্রধানমন্ত্রী। তবুও লন্ডনে আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে হোটেলে উপস্থিত হন।
সে সময় প্রধানমন্ত্রী টিউলিপের মেয়ে আজলিয়াকে কোলে নিয়েই নেতাকর্মীদের সঙ্গে দেখা করেন এবং ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন।
প্রতক্ষ্যদর্শীরা জানান, দীর্ঘ সময় ধরে প্রধানমন্ত্রীর কোলে খেলেছে আজলিয়া। প্রধানমন্ত্রীর সঙ্গে টিউলিপ কন্যার এ নিয়ে দ্বিতীয়বারের মত দেখা হলো।
সর্বশেষ এ বছরের মে মাসে প্রধানমন্ত্রী লন্ডন সফরকালে নবজাতক আজলিয়াকে দেখে যান।
১৫ সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম